Durand Cup: ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে জয় পেল মোহনবাগান

Mohun Bagan

Durand Cup: মরণবাঁচন ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল ATK মোহনবাগান। ১৮ মিনিটে লেনি রড্রিগেজ, ২৮ মিনিটে কিয়ান নাসিরির গোলে জয় পায় বাগান। তবে এই জয় পেলেও নক আউট স্টেজে বাগানের যাওয়া অনিশ্চিত।

Advertisements

Kiyan Nassiri

আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়ান নেভি ফুটবল দল খেলবে রাজস্থান ইউনাইটেড এফসি’র বিরুদ্ধে। এই ম্যাচে নেভি ফুটবল দলকে হারাতে হবে রাজস্থানকে। গ্রুপ ‘বি’তে হুয়ান ফেরান্দোর দল আর মরুরাজ্যের দলের পয়েন্ট সমান (৪)।

এই অবস্থায় ইন্ডিয়ান নেভি দল যদি রাজস্থান দলকে হারাতে পারে তাহলেই ATK মোহনবাগান ১৩১ তম ডুরান্ড কাপের নক আউট স্টেজে যেতে পারবে। চলতি টুর্নামেন্টে বাগান কোয়াটার ফাইনালে যাওয়ার রাস্তা নিজেরাই নষ্ট করেছে। গোলের সুযোগ হাতছাড়া করা এবং গোল করে লিড ধরে রাখতে না পারার জন্যই এই দশা।

Advertisements

বুধবার, ভারতীয় নৌ বাহিনীর বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে হুয়ান ফেরান্দো প্রথম একাদশে কোনও বিদেশী ফুটবলারকে রাখে নি। স্বদেশী খেলোয়াড়দের ওপরেই আস্থা রেখেছিলেন। নেভির বিরুদ্ধে গোলদাতা রেনি রড্রিগেজ শুধু গোল করেই থেমে থাকেন নি, সঙ্গে মাঝমাঠের বলের দখল ধরে রেখেছিলেন। এককথায় স্যান্ড আউট ফুটবলার হিসেবে লেনি দুরন্ত ছিলেন।

ইন্ডিয়ান নেভি ফুটবল দলের বিরুদ্ধে লেনি, ফারদিন, রানা, কিয়ান, টাংড়ি এবং সবুজ মেরুনের হয়ে মাঠে নামা ফুটবলারেরা অনবদ্য ফুটবল খেললেও গোটা দলের পিক আপ অনেকটাই দেরি করে শুরু হয়েছে।কার্যত ডুরান্ড কাপের বিদায় বেলাতে চেনা ATK মোহনবাগান দলকে ছন্দে ফিরে আসতে দেখা গিয়েছে।