Durand Cup: ইস্টবেঙ্গলের কাছ থেকে শিক্ষা নিচ্ছে মোহনবাগান!

Mohun Bagan's Starting XI

Durand Cup-এর সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মি ফুটবল দলের বিরুদ্ধে ড্র করার পর ধারাবাহিকভাবে ভালো খেলেছে মশাল বাহিনী। নতুন করে নিজেদের মেলে ধরেছে ক্লাব। আই লীগের অন্যতম দল Gokulam Kerala ফুটবল ক্লাবকে হারিয়ে তারা গিয়েছে প্রতিযোগিতার সেমিফাইনালে। মোহন বাগান সুপার জায়ান্ট কি যেতে পারবে সেমিফাইনালে? তাদের সামনেও শক্ত গাঁট।

Durand Cup-এর কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামবে মোহন বাগান সুপার জায়ান্ট। তাদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। মুম্বই সিটি এফসি সবুজ মেরুন শিবিরের কাছে বরাবর শক্ত গাঁট। সম্প্রতি অতীতে বাণিজ্য নগরীর এই দলের বিরুদ্ধে একটিও ম্যাচে জেতেনি মোহনবাগান। এটাই আরও বেশি করে ভাবাচ্ছে মোহন বাগান সুপার জায়ান্টকে। শেষ সাতবারের মুখোমুখি লড়াইয়ে মুম্বই সিটি এফসি জিতেছে পাঁচটি ম্যাচে, দুটি ম্যাচ হয়েছে ড্র। বাগান একটিও ম্যাচ হারেনি। Durand Cup-এর সেমিফাইনালে যেতে হলে মুম্বইয়ের বিরুদ্ধে জিততেই হবে সবুজ মেরুন ক্লাবকে।

   

এদিকে খবর, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে মোহন বাগান সুপার জায়ান্টের অনুপ্রেরণার অন্যতম উৎস হয়ে উঠেছে ইস্টবেঙ্গল! আসলে এক সাক্ষাৎকারে বাগানের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হুগো বুমস বলেছেন, দীর্ঘ ব্যর্থতার পর ইস্টবেঙ্গল যেমন মোহনবাগানকে হারিয়েছে তেমন ভাবেই মুম্বই সিটিকে হারাতে হবে তাদের।

মোহন বাগান সুপার জায়ান্টের জয়ের সম্ভাবনা যে একবারেই নেই এমনটা নয়। ফর্মে ফিরেছে দল। ডার্বির ধাক্কা কাটিয়ে ব্যাক টু ব্যাক ম্যাচে জিতেছে মোহন বাগান সুপার জায়ান্ট। AFC কাপের মূল পর্বে প্রবেশ করেছে দল। বিদেশি ফুটবলাররা ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। তাই বলা বাহুল্য, মুম্বইয়ের বিরুদ্ধে সেয়ানে সেয়ানে টক্কর দেওয়ার মতো যথেষ্ট রসদ মজুদ থাকবে সবুজ মেরুন ভাঁড়ারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন