Murshidabad: দিল্লিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের

সম্প্রতি মিজোরামে ২৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সকলেই এই রাজ্যের মালদা জেলার বাসিন্দা। বুধবারের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর।…

সম্প্রতি মিজোরামে ২৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সকলেই এই রাজ্যের মালদা জেলার বাসিন্দা। বুধবারের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর। মিজোরামের পর এবার ঘটনাস্থল দিল্লি।
জানা যাচ্ছে দিল্লিতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন মুর্শিদাবেদের (Murshidabad) তিন শ্রমিক। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের।মৃতদের নাম গোকুল মণ্ডল (৪৪), শুভঙ্কর রায় (৩১), ইসরাইল শেখ (৩৩)।

গোকুলের বাড়ি সামশেরগঞ্জের ধূলিয়ান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে পাহাড়ঘাঁটি এলাকায়। শুভঙ্করের বাড়ি ধুলিয়ানেরই ১৬ নম্বর ওয়ার্ডের বেতবোনা গ্রামে। এর পাশাপাশি ইসরাইলের বাড়ি ফরাক্কা থানার অন্তর্গত ইমামনগর গ্রামে। জানা যাচ্ছে যে ২ মাস আগে রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে দিল্লির গাজিয়াবাদে গিয়েছিলেন এই তিন শ্রমিক। প্রত্যেক দিনের মতই শুক্রবারও রাজমিস্ত্রির কাজ করছিলেন তারা। সেই সময় অসাবধানবসত বিদ্যুৎস্পৃষ্ট হন এই তিন শ্রমিক।

তিন জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দিল্লির হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ বাড়ি নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।

গত ২৩ শে আগস্ট বুধবার আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে পড়ে। মৃত্যু হয় ২৩ জন শ্রমিকের। স্বজনহারাদের পাশে দাঁড়াতে শুক্রবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস যান মালদায়।