Durand Cup: ইস্পাত নগরীর বিরুদ্ধে দুরন্ত জয় পেল মহামেডান

চলতি ডুরান্ড কাপে (Durand Cup) রবিবার দ্বিতীয় জয় পেল কলকাতার মহামেডান স্পোটিং ক্লাব। জামশেদপুর এফসির বিরুদ্ধে এদিন ৩-০ গোলে জয়ের মুখ দেখলো আন্দ্রে চেরনশিভের ছেলেরা।…

Mohammedan Sporting Club beat Jamshedpur

চলতি ডুরান্ড কাপে (Durand Cup) রবিবার দ্বিতীয় জয় পেল কলকাতার মহামেডান স্পোটিং ক্লাব। জামশেদপুর এফসির বিরুদ্ধে এদিন ৩-০ গোলে জয়ের মুখ দেখলো আন্দ্রে চেরনশিভের ছেলেরা। ফজলু রহমান,অভিষেক হালদার,শেখ ফৈয়াজের গোলে সাদা কালো ব্রিগেড টুর্নামেন্টের শেষ আটের রাস্তাকে প্রশস্ত করে তুলল।

ডুরান্ডে মহামেডানের অশ্বমেধের ঘোড়ার দৌড় অব্যাহত। এফসি গোয়াকে প্রথম ম্যাচে হারানোর পর এদিন টুর্নামেন্টে দু’নম্বর জয় পেল মার্কাস জোসেফের মহামেডান। ডুরান্ডে ইস্পাত নগরীর দল নিজেদের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের পাঠিয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে জামশেদপুর কোন বড় বাধা গড়ে তুলতে পারেনি। আর এই সুযোগকে পুরো মাত্রাতে কাজে লাগিয়েছে ব্ল্যাক প্যাহ্নার্সরা। মহামেডানের পরের খেলা ২৭ আগস্ট, প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্স।

   
Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News