পিছিয়ে থেকে দুরন্ত জয় লাল-হলুদের

জয় দিয়ে ডুরান্ড কাপ (Durand Cup) অভিযান শুরু করলো ইমামি ইস্টবেঙ্গল। সোমবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ময়দানের দুই…

জয় দিয়ে ডুরান্ড কাপ (Durand Cup) অভিযান শুরু করলো ইমামি ইস্টবেঙ্গল। সোমবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ময়দানের দুই প্রধান। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা।

দলের হয়ে আজ গোল করেন যথাক্রমে ডেভিড লালাসাঙ্গা, দিমিত্রিও ডায়মান্তাকস এবং সাউল ক্রেসপো। অন্যদিকে, ইন্ডিয়ান এয়ারফোর্সের হয়ে একটি মাত্র গোল করেন নওরেম সোমানন্দ সিং। বলাবাহুল্য, ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গল দলের ফুটবলারদের। প্রথম দশ মিনিটের মাথায় প্রায় দুইবার গোলের সুযোগ হাতছাড়া করেন ডেভিড। নাহলে অনায়াসেই এগিয়ে যেতে পারত লাল-হলুদ ব্রিগেড।

   

 

পরবর্তীতে ম্যাচের ১৯ মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে গোল করে যান মিডফিল্ডার সোমানন্দ সিং। ১-০ গোলে এগিয়ে যায় এয়ারফোর্স দল। তারপর থেকেই কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে প্রিয় দর্শনের ছেলেরা। যদিও তা বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি। প্রথমার্ধের ৪৩ মিনিটের মাথায় ডেভিডের ভাসানো বল সোজা চলে যায় গোলের মধ্যে। যারফলে ১-১ গোলের ফলাফলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

Mohun Bagan: কলকাতায় কবে আসবেন মোহনবাগানের চার ফুটবলার?

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়তে গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকসকে নামান লাল-হলুদের স্প্যানিশ কোচ। নিরাশ করেননি তিনি। ম্যাচের ৬১ মিনিটের মাথায় দুরন্ত হেডে বল জালে জড়িয়ে যান এই তারকা ফুটবলার। তারপর থেকে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। মাদিহ তালাল থেকে শুরু করে পিভি বিষ্ণুর মতো ফুটবলারদের সক্রিয়তা কার্যত দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষের রক্ষণভাগ।

যারফলে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় তৃতীয় গোল তুলে নেয় ইস্টবেঙ্গল। সাউল ক্রেসপোর শট সোজা চলে যায় গোলের মধ্যে। তারপর আরো একাধিকবার ব্যবধান বাড়ানোর সুযোগ আসলেও কাজে লাগানো সম্ভব হয়নি। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে পুরো পয়েন্ট আশায় খুশি সকলেই।