Durand Cup Controversy: এবার শাস্তির মুখে মোহনবাগান, কিন্তু কেন?

মাত্র কিছু সময় আগেই ডুরান্ড কাপের (Durand Cup)কোয়ার্টার ফাইনালে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মোহনবাগান।

Durand Cup Mohun Bagan

মাত্র কিছু সময় আগেই ডুরান্ড কাপের (Durand Cup)কোয়ার্টার ফাইনালে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মোহনবাগান। পাশাপাশি প্রথমবারের মতো শক্তিশালী মুম্বাই ব্রিগেডকে হারানোর স্বাদ ও এসেছে তাদের কাছে। যা নিয়ে খুশি আপামর বাগান জনতা। তবে এই খুশির মধ্যেও কিছুটা আশঙ্কা থেকে যাচ্ছে বাগান ব্রিগেডের।

আসলে ডুরান্ড কমিটির নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত ফুটবলার রেজিস্ট্রেশন করিয়েছে মোহনবাগান। যা কিছুতেই ভালো ভাবে নেননি লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। এই নিয়ে টুর্নামেন্টের অন্যান্য দল গুলির তরফে সেভাবে কোনো প্রতিবাদ বা অভিযোগ না এলেও গত ডার্বি জিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গ তুলে ধরেন কুয়াদ্রাত।

   

আসলে ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দল মোট ৩০ জন খেলোয়াডকে রেজিস্ট্রেশন করাতে পারে। কিন্তু সেই নিয়ম লঙ্খন করে মোট ৩৩ জন খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করিয়েছেন সবুজ-মেরুন। যা রীতিমতো হইচই ফেলে দেয় কলকাতা ময়দানে। পাশাপাশি পড়শি ক্লাবের প্রসঙ্গে লাল-হলুদ কোচ আরও বলেছিলেন, “সামনেই ওরা এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে। তার আগে সবাই নিজেদের খেলোয়াড়দের দেখে নিতে চায় সেটা জানি। কিন্তু এক্ষেত্রে নিয়মের একটা বিষয় আছে। কেউ নিয়মের ঊর্ধ্বে নয়। তা সকলের জন্য সমান হওয়া উচিত।”

কুয়াদ্রাতের এই মন্তব্যে নড়েচড়ে বসে সকলে। তবে ডুরান্ড কমিটির তরফ থেকে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু না জানানো হলেও মনে করা হচ্ছে, সব কিছু খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে মোহনবাগানের নিয়ম ভাঙার বিষয়টি সত্যি প্রমাণিত হলে বড়সড় জরিমানা দিতে হতে পারে কলকাতার এই প্রধানকে।