Refereeing Controversy: রেফারিং নিয়ে এবার বিষ্ফোরক এআইএফএফ প্রেসিডেন্ট

গত বেশকিছু সময় ধরেই বারংবার রেফারিং নিয়ে তোলপাড় (Refereeing Controversy) হয়ে উঠেছে ভারতীয় ক্লাব ফুটবল। সবক্ষেত্রেই নিম্নমানের রেফারিংয়ের অভিযোগ উঠেছে একাধিকবার। এই নিয়ে একাধিক ফুটবল…

Kalyan Chaubey Takes Firm Stance on Refereeing Controversy

গত বেশকিছু সময় ধরেই বারংবার রেফারিং নিয়ে তোলপাড় (Refereeing Controversy) হয়ে উঠেছে ভারতীয় ক্লাব ফুটবল। সবক্ষেত্রেই নিম্নমানের রেফারিংয়ের অভিযোগ উঠেছে একাধিকবার। এই নিয়ে একাধিক ফুটবল ক্লাব গুলির তরফ থেকে বিভিন্ন সময়ে ফেডারেশনে দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। যারফলে, শেষ পর্যন্ত শক্ত হাতে হাল ধরতে হয় ফিফার তরফ থেকে। দেশের রেফারিংয়ের মান উন্নত করার লক্ষ্যে নেওয়া হয় বিশেষ পরিকল্পনা। সেই মতো নতুন বছরের শুরু থেকে চালু হবে ভারতীয় রেফারিদের বিশেষ ট্রেনিং। কিন্তু তার আগে ও যেন কমছে না বিতর্ক।

আরও পড়ুন: Mohun Bagan Secretary: নাম না-করে পড়শিদের নিয়ে কী বললেন দেবাশিস দত্ত?

শেষ আইএসএল ফুটবল মরশুমে বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স ম্যাচে সুনীল ছেত্রীর গোল নিয়ে দেখা দিয়েছিল বিতর্ক।  আসলে, রেফারির তরফ থেকে সেটিকে গোল হিসেবে বিবেচনা করা হলেও তা মানতে চায়নি কেরালা ফুটবল দল। যার প্রতিবাদ জানাতে মাঠ থেকে দল তুলে নেয় কেরালা কোচ ইভান ভুকোমানোভিচ। পরবর্তীতে এফএসডিএল কর্তাদের পাশাপাশি ম্যাচ কমিশনারেটের তরফ থেকে মাঠে আসার অনুরোধ করা হলেও তাতে রাজে হয়নি দক্ষিণের এই ফুটবল দল। কিছু সময় পরেই খারাপ রেফারিংয়ের অভিযোগ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে দ্বারস্থ হলেও কোনো ফল মেলেনি।

আরও পড়ুন: Letter Against Referee: রেফারি ক্রিস্টাল জনের বিরুদ্ধে মোহনবাগানের চিঠি!

সেই ধারা বজায় রেখেই এবছর আইএসএলে বিশেষ করে বেঙ্গালুরু এফসির ঘরের মাঠ তথা কান্তিরাভা স্টেডিয়ামে সুনীল ছেত্রীর পেনাল্টি দেওয়া নিয়ে দেখা দিয়েছিল বিতর্ক। তারপর লাল-হলুদ দলের বিপক্ষে যায় একটি ন্যায্য পেনাল্টির সিদ্ধান্ত। যা নিয়ে স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে ওঠে সকলে। তবে পরবর্তীতে সময় যতো এগিয়েছে ততই বেড়েছে এমন ঘটনা। বিশেষ করে খারাপ রেফারিংয়ের শিকার বারংবার থেকেছে ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস।

গত ম্যাচে লাল-হলুদের ঘরের মাঠে কার্যত এক পয়েন্ট নিয়ে দুই দল মাঠ ছাড়লেও পরবর্তীতে একাধিক প্রশ্ন দেখা দেয়। সেক্ষেত্রে ওডিশা দলের দাপুটে ফুটবলার তথা মুর্তাজা ফলের হ্যান্ডবল নিয়ে উঠতে থাকে প্রশ্ন। এছাড়াও আরও কয়েকটি নিশ্চিত পেনাল্টির সিদ্ধান্তে রেফারির নেতিবাচক মনোভাব থাকায় স্বাভাবিকভাবেই হতাশা দেখা দেয় সকলের মধ্যে। এছাড়াও মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচে কার্ড দেখানোর ক্ষেত্রে ও উঠতে থাকে প্রশ্ন।

তবে শুধু এই আইএসএল নয়। আইলিগের মতো টুর্নামেন্ট পরিচালনা করার ক্ষেত্রে ও দেখা দিতে থাকে এই সমস্যা। যা নিয়ে এবার নড়েচড়ে বসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে নিজের মতামত জানাতে দেখা যায় এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে। তিনি বলেন, বর্তমানে ক্লাব ফুটবলের ক্ষেত্রে রেফারির সিদ্ধান্ত নিয়ে বেশি কিছু বিতর্ক দেখা দিয়েছে। যা ব্যাপকভাবে প্রভাব ফেলছে দলগুলির ক্ষেত্রে। তবে এই নিয়ে আগামী ৩১ তারিখ রেফারিং কমিটি মেম্বারদের সাথে বিশেষ বৈঠকে বসতে চলেছি। এক্ষেত্রে যতদূর জানা গিয়েছে, চিফ রেফারিং অফিসার তথা ট্রেভর কেটলের সাথে একটি অবজারবার টিমের সঙ্গে চলবে এই আলোচনা। এখন সেদিকেই তাকিয়ে সকলে।