পূর্ব ঘোষণা অনুসারে ডুরান্ড কাপে (Durand Cup) আজকের পাঞ্জাব ম্যাচ থেকেই দলের হাল ধরছেন গতবারের আইএসএল জয়ী স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। টুর্নামেন্টের প্রথম ম্যাচের দায়িত্ব জুনিয়র দলের কোচ বাস্তব রায়কে দিয়েছিল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে যথেষ্ট সাফল্য ও পেয়েছেন ওই বাঙালি কোচ। তবে এবার প্রতিপক্ষ পাঞ্জাব এফসি।
এবারের নয়া আইএসএল মরশুমে নিজেদের অভিষেক করবে এই ফুটবল ক্লাব। তাই প্রতিপক্ষ দলকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ স্প্যানিশ কোচ। সেইজন্য আজ ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ থেকেই দলের ডাগ আউটে থাকবেন ফেরেন্দো। সেইসাথে পুরোনো মেজাজেই সহকারীর দায়িত্ব পালন করবেন বাস্তব রায়।
সেইমতো দলের একাদশ সাজিয়েছেন ফেরেন্দো। যেখানে দলের পুরোনো তারকা তথা বাঙালি লেফট ব্যাক শুভাশিস বোসের নেতৃত্বে মাঠে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস। পাশাপাশি আজ ম্যাচের শুরু থেকেই দলে থাকছেন জাতীয় দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলি। এবার এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা থাকছেন আজকের ম্যাচের প্রথম একাদশে।
সাধারণ ভাবেই আজ গোলের দায়িত্বে থাকছেন গতবারের সোনার গ্লাভস জয়ী তারকা বিশাল কাইথ। এছাড়াও বাকিরা হলেন, আনোয়ার আলি, ব্রান্ডন হ্যামিল, হুগো বুমোস,মনবীর সিং, অভিষেক সূর্যবংশী, লিস্টন কোলাসো, গ্লেইন মার্টিনস, সুহেল ভাট ও রবি রানা।
উল্লেখ্য, আজ শুরু থেকেই আনোয়ার আলির দলে থাকার দরুন, প্রতিপক্ষের জোড়ালো আক্রমণের আন্দাজ যে করছেন ফেরেন্দো তা বলাই চলে। তবে গত ম্যাচে লিস্টন কোলাসোর ফর্মে ফেরা এই ম্যাচের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটাই দেখার।