Job Scam: ঘুষ দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার

নিয়োগ দুর্নীতি (Job Scam) কাণ্ডে এই প্রথম ‘টাকা দিয়ে চাকরি’ পাওয়া ৪ শিক্ষককে জেলে পাঠানোর নির্দেশ দিল আদালুত। গ্রেফতার হওয়া ৪ শিক্ষক মুর্শিদাবাদের। জানা যাচ্ছে…

Bengal SSC Scam

নিয়োগ দুর্নীতি (Job Scam) কাণ্ডে এই প্রথম ‘টাকা দিয়ে চাকরি’ পাওয়া ৪ শিক্ষককে জেলে পাঠানোর নির্দেশ দিল আদালুত। গ্রেফতার হওয়া ৪ শিক্ষক মুর্শিদাবাদের। জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় ৪ শিক্ষক জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তাদের আদালতে ডেকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।

সিবিআই-এর চার্জশিটে এই ৪ ধৃত শিক্ষকের নাম ছিল সাক্ষী হিসাবে। কিন্তু বিচারক প্রশ্ন তোলেন যে চার্জশিটে কেন সাক্ষী হিসেবে নাম রয়েছে তাদের। এরপরই এই ৪ জন অযোগ্য শিক্ষিককে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক। ৪ ধৃত অযোগ্য শিক্ষিক হলেন – জাহিরউদ্দিন শেখ, সায়গল হোসেন, সিমার হোসেন ও সৌগত মণ্ডল।

৪ জন ধৃত শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। এই প্রথম নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হল অযোগ্য শিক্ষকদের। সিবিআই-এর বিশেষ আদালত প্রশ্ন তোলে যে, “যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা?” এবং “কেন সাক্ষী হিসাবে অভিযুক্তদের নাম রয়েছে চার্জশিটে?”

এই ৪ প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ যে তারা টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছেন। আজ সোমবার সিবিআই-এর বিশেষ আদালত তাদের জেল হেফাজতের নির্দেশ দেয়। চার্জশিটে সাক্ষী হিসাবে নাম থাকায় ক্ষুব্ধ বিচারক তাদের আজ আদালতে ডেকে পাঠান, হাজিরা দেওয়ার নির্দেশ দেন। সোমবার ওই চার শিক্ষক হাজিরা দিলে, বিচারক প্রশ্ন তোলেন, কেন এই শিক্ষকদের জামিন দেওয়া হবে। এই শিক্ষকদের জন্য বহু মানুষ আজ কষ্ট পাচ্ছেন বলেও মন্তব্য করেন বিচারক। মামলার শুনানি শেষে তাঁদের গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত।

এর আগে, আদালতের নির্দেশে অনেক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে এভাবে শিক্ষকদের গ্রেফতারের নির্দেশ দুর্নীতির মামলায় এই প্রথম।