East Bengal: নিশুহীন কলকাতা ডার্বি, কী ভাবছেন কুয়াদ্রাত?

গত তিনটি ফুটবল মরশুমের ব্যর্থতা ভুলে এখন ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য লাল-হলুদের (East Bengal )। সেজন্য গত সুপার কাপের পর থেকেই নতুন করে ঢেলে সাজানো হয় গোটা দলকে।

Nishu Kumar, Coach Carles Cuadrat

গত তিনটি ফুটবল মরশুমের ব্যর্থতা ভুলে এখন ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য লাল-হলুদের (East Bengal )। সেজন্য গত সুপার কাপের পর থেকেই নতুন করে ঢেলে সাজানো হয় গোটা দলকে। স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের (Carles Cuadrat) তত্ত্বাবধানে সেজে ওঠে গোটা দল। তবে দেখতে দেখতে সময় বদলে গেলেও পরিস্থিতি যেন আগের মতোই রয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের।

গতকাল ডুরান্ড কাপের প্রথম ম্যাচ দেখে অন্তত এমনটাই মনে হয়েছে ফুটবল বিশেষজ্ঞ থেকে শুরু করে দলের সাধারণ সমর্থকদের। এই পরিস্থিতি মোকাবিলা করতে আরও যে খানিকটা বেগ পেতে হবে, গতকাল হয়ত তা ভালোই আন্দাজ করেছেন স্প্যানিশ কোচ। আসলে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে ঠিক এমনটাই বুঝিয়ে গিয়েছেন তিনি।

তবে সমস্যা হল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মোহনবাগান দলের মুখোমুখি হতে হবে মহেশদের। ইস্টবেঙ্গলের এখনও পর্যন্ত টালমাটাল পরিস্থিতি থাকলেও অন্যদিকে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে সবুজ-মেরুন শিবির। ডুরান্ড কাপের পাশাপাশি কলকাতা লিগ। সব ক্ষেত্রেই পড়শি ক্লাবের থেকে এগিয়ে মোহনবাগান। তাই শনিবারের ডার্বিতে লাল-হলুদের তুলনায় সবুজ-মেরুন যে অপেক্ষাকৃত অনেকটাই এগিয়ে থাকবে, তা কিন্তু বলাই চলে। তবে এসব ভেবে সময় নষ্ট করতে নারাজ কার্লোস কুয়াদ্রাত। খুব শীঘ্রই যে দল ঘুরে দাঁড়াবে তা নিয়ে আশাবাদী তিনি।

কাল ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,” আসন্ন কলকাতা ডার্বির আগে আমরা একটা সপ্তাহ সময় পাবো। যারফলে, যাদের যাদের সামান্য চোট রয়েছে তারাও ফিট হয়ে যাবে। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যেই ক্লেটন সিলভার শহরে এসে যাওয়ার কথা রয়েছে। তবে ডার্বি ম্যাচে আদৌ তাকে খেলানো যাবে কিনা এখন সেটাই দেখার। “

তবে তারকা ডিফেন্ডার নিশু কুমারের না থাকা যথেষ্ট ভাবাচ্ছে কুয়াদ্রাতকে। এবার তা স্বীকার ও করে নিয়ে এই আইএসএল জয়ী কোচ বলেন, নিশুর লাল কার্ড খাওয়াটা সত্যিই কঠিন সমস্যার মুখে ফেলে দিয়েছে। আসন্ন ডার্বির পাশাপাশি গত বাংলাদেশ সেনা ম্যাচে ও যথেষ্ট প্রভাব ফেলেছে। তাছাড়া শেষ মুহূর্তে এসে এভাবে গোল খাওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না। তবে আশা করি এবারের ডার্বি থেকে দল লড়াইয়ে ফিরে আসবে। তাহলে কি নতুন কোনো পরিকল্পনা নিতে চলেছেন কুয়াদ্রাত? সেই সম্ভাবনা বাস্তব হওয়া স্বাভাবিক হলেও নিশু কুমারের মতো দাপুটে ফুটবলারের বদলে কাকে রেখে ম্যাচ শুরু করেন কুয়াদ্রাত এখন সেদিকেই নজর সকলের।