Durand Cup 2024: বড় ঘোষণা, যুবভারতীতে হবে ফাইনাল

   আসন্ন ডুরান্ড কাপ (Durand Cup 2024) ফুটবল টুর্নামেন্টের ১৩৩ তম সংস্করণ। মঙ্গলবার সন্ধ্যায় এই টুর্নামেন্টের ব্যাপারে করা হয়েছে বড় ঘোষণা। ভারতীয় আগামী ২৭ জুলাই…

Durand Cup trophy
  

আসন্ন ডুরান্ড কাপ (Durand Cup 2024) ফুটবল টুর্নামেন্টের ১৩৩ তম সংস্করণ। মঙ্গলবার সন্ধ্যায় এই টুর্নামেন্টের ব্যাপারে করা হয়েছে বড় ঘোষণা। ভারতীয় আগামী ২৭ জুলাই শুরু হবে ডুরান্ড কাপ। ৩১ আগস্ট ফাইনাল ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ডুরান্ড কাপের ফাইনাল। ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটির (ডিএফটিএস) পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর সদর দফতর পূর্বাঞ্চলীয় কমান্ড এই ঘোষণা করেছে।

Mohun Bagan SG: ব্যারাকপুরে আটকে গেল মোহন-তরী

   

ডুরান্ড কাপ টুর্নামেন্টকে পূর্ব ও উত্তর-পূর্বে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রেখে নির্বাচন করা হয়েছে বিভিন্ন মাঠ। দু’টি নতুন শহর- জামশেদপুর এবং শিলংকে এই বছর আয়োজক শহর হিসাবে যুক্ত করা হয়েছে। গত পাঁচ বছর ধরে আয়োজক শহর হিসেবে কলকাতা ছাড়াও অসমের কোকরাঝাড় টানা দ্বিতীয়বারের মতো আয়োজক হতে চলেছে।

১৩৩তম সংস্করণে ২৪টি দল অংশ নেবে। ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ এবং আমন্ত্রিত দলগুলির পাশাপাশি সশস্ত্র বাহিনীর দলগুলির অংশ নেবে ডুরান্ড কাপে। এছাড়া গত বছরের মতো এ বছরও আন্তর্জাতিক দলগুলো অংশ নেবে বলে আশা করা হচ্ছে। রাউন্ড-রবিন লিগ-কাম-নকআউট ফর্ম্যাটে মোট ৪৩ টি ম্যাচ খেলা হবে। যার ফাইনাল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে।

Mohun Bagan: মোহনবাগানকে চাপে ফেললেন জিতেন মুর্মু

২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হবে। মোট আটটি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। কলকাতায় তিনটি এবং কোকরাঝাড়, শিলং ও জামশেদপুর একটি করে গ্রুপের ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকবে।