India vs West Indies first ODI: বার্বাডোজে কেমন হতে পারে ভারতের একাদশ

ওয়েস্ট ইন্ডিজকে কে ১-০ তে হারিয়ে এডার তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য প্রস্তুত ভারত। বিশ্বকাপের টিকি না পাওয়া ওয়েস্ট ইন্ডিজকে খুব সহজ ভাবে না নিলেও…

ওয়েস্ট ইন্ডিজকে কে ১-০ তে হারিয়ে এডার তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য প্রস্তুত ভারত। বিশ্বকাপের টিকি না পাওয়া ওয়েস্ট ইন্ডিজকে খুব সহজ ভাবে না নিলেও ভারত এবার একটি “হোয়াইটওয়াশ” আশা করবে। আজ বার্বাডোজে খেলা হবে প্রথম ওডিআই ম্যাচ। প্রথম একাদশ কেমন হতে পারে, আসুন দেখা যাক।

রোহিত শর্মা: অধিনায়ককে ছাড়া দল আর কেমন করে চলে। তিনি থাকছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিরে একটি সেঞ্চুরি সহ ২৪০ রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার তিনি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই সিরিজ মোটেই ভালো যায়নি তাঁর, দুই ম্যাচে করেছিলেন মাত্র ৪৩ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছন্দে ফেরার চেষ্টা করবেন রোহিত।

   

শুভমন গিল: রোহিতের সাথে ওপেন করবেন তরুণ শুভমন গিল। আইপিএলে ভালো খেললেও আন্তর্জাতিক স্তরে কিছুটা হলেও ছন্দ পতন হয়েছে তাঁর। সেই টেস্ট বিশ্বকাপ থেকে স্বাভাবিক ছন্দে নেই তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ওডিআইতেও আশানুরূপ রান পাননি তিনি। রোহিতের মতোন তিনিও চেষ্টা করবেন ছন্দে ফেরার।

বিরাট কোহলি: তাঁকে ছাড়া দল হয় না। ২০২২ সেপ্টেম্বর থেকে এখনও ছ’টা সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। সব ফর্ম্যাটেই রয়েছে তার সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই তিনি তার ৭৬ তম সেঞ্চুরি করেন। আশা করা যায় যে ওডিআই সিরিজেও তাঁর এই ছন্দ বহাল থাকবে।

সুর্য কুমার যাদব: টি-২০ তে নিঃসন্দেহে অমানবিক ব্যাটিং করেন তিনি। তবে পঞ্চাশ ওভারের খেলায় এখনও সেরকম ছাপ ফেলতে পারেননি সুর্য কুমার যাদব। বিশ্বকাপের আগে এই ফর্ম্যাটে নিজের ব্যাটিং ঝালিয়ে নেওয়ার একটি ভালো সুযোগ পাবেন তিনি এই সিরিজে।

ইশান কিশান: ঋষভ পন্থ না থাকায় উইকেটকিপিং বিভাগে সত্যিই বড়ো ফাঁপোড়ে পড়েছে ভারত। সঞ্জু স্যামসন এবং ইশান কিশানের মধ্যে দ্বিতীয় নামটিই বাছতে পারে দল। টেস্ট সিরিজটিতেও ভালোই খেলেছেন ইশান।

হার্দিক পান্ড্য: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই সিরিজে তিন ম্যাচে চার উইকেট নেন, পাশাপাশি করেন মাত্র ৬৬ রান। আসন্ন বিশ্বকাপের আগে নিজের সেরাটা বার করে আনার মরিয়া চেষ্টা করতে পারেন তিনি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

রবীন্দ্র জাডেজা: জাদেজা: হাঁটুর অস্ত্রোপচারের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা থেকেই এই অলরাউন্ডার সবাইকে মুগ্ধ করেছেন। তিনি সব ফরম্যাটে বল নিয়ে দারুণ খেলেছেন। আশা করা যায়, ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতেও তাঁর সেই ছন্দে পুনরাবৃত্তি হবে।

শার্দুল ঠাকুর: উইকেট নেওয়ার ক্ষমতা এবং সংকট পরিস্থিতিতে রান করার জন্য ভালোই পরিচিত শার্দুল ঠাকুর। ভারতীয় দল তাদের পেস আক্রমণকে শক্তিশালী করতে প্রথম একাদশে অন্তর্ভুক্ত করতে পারে তাঁকে।

উমরান মালিক: ২৩ বছর বয়সী এই পেসার তাঁর দ্রুত গতির বোলিংয়ের জন্য বেশ জনপ্রিয়। এখনও পর্যন্ত, আটটি ওডিআই খেলে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।

কুলদীপ যাদব: বাঁহাতি রিস্ট স্পিনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইতে বল হাতে খুব মন্দ ছিলেন না। তৃতীয় ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন কুলদীপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রো ভালে খেলে নিজের জায়গা পাকা করতে চাইবেন তিনি।

যুজবেন্দ্র চাহাল: অভিজ্ঞ স্পিনার এই বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। শক্তিশালী স্পিন আক্রমণের জন্য তাঁকে প্রথম একাদশে অন্তর্ভুক্ত করতে পারে ভারতীয় দল।