Dramatic Return: সেমিফাইনালের দিন ফিরলেন হার্দিক পান্ডিয়া!

২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে প্রথমে ব্যাট করে বড় রান তুলেছে ভারত। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে নিজের…

Hardik Pandya

২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে প্রথমে ব্যাট করে বড় রান তুলেছে ভারত। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে নিজের ৫০তম ওয়ানডে সেঞ্চুরি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এমন সময় এমন কিছু ঘটল যেটা হয়তো কেউই আশা করছিলেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দেখা গেল। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া পান্ডিয়াকে দেখে অবাক হয়ে ছিলেন ক্রিকেট ভক্তরা।

মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপ ২০২৩ এর প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এ সময় স্টেডিয়ামে দেখা গেছে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। ভক্তরা পান্ডিয়াকে দেখে পান্ডিয়া-পান্ডিয়া স্লোগান দিতে শুরু করেন। ক্যামেরার অবস্থানও কিছুক্ষণের জন্য পান্ডিয়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেমিফাইনাল ম্যাচ দেখতে ওয়াংখেড়ে পৌঁছেছেন পান্ডিয়া। পান্ডিয়া চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু তিনি প্রতিটি ম্যাচ উপভোগ করতে চান, সে কারণেই তিনি ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন।

হার্দিক পান্ডিয়া ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। তিনি বলের পাশাপাশি ব্যাট হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। বিশ্বকাপ থেকে পান্ডিয়ার বিদায়ের পর ভারতের একমাত্র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অবশিষ্ট রয়েছেন। হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন। বোলিং করতে গিয়ে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান পান্ডিয়া।