Pritam-Sonela: রিসেপশনে কেনও কালো পোশাক বেছে নিলেন প্রীতম-সোনেলা? জানুন

বিবাহের পাশাপাশি এবার এলাহি আয়োজন ছিল প্রীতম-সোনেলার (Pritam-Sonela) রিসেপশনে। মাসকয়েক আগেই জিতেছেন আইএসএল পাশাপাশি সবুজ-মেরুনের অধিনায়ক বলে কথা। তার অনুষ্ঠানে যে তাক লাগানো আয়োজন হবে, এটাই স্বাভাবিক।

The Story Behind Pritam-Sonela's Black Outfits at the Reception Revealed

বিবাহের পাশাপাশি এবার এলাহি আয়োজন ছিল প্রীতম-সোনেলার (Pritam-Sonela) রিসেপশনে। মাসকয়েক আগেই জিতেছেন আইএসএল পাশাপাশি সবুজ-মেরুনের অধিনায়ক বলে কথা। তার অনুষ্ঠানে যে তাক লাগানো আয়োজন হবে, এটাই স্বাভাবিক।

সেদিন কালো পোশাক পরে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন এই নব দম্পতি। বাগান অধিনায়ক পড়েছিলেন কালো রঙের স্যুট ও তার স্ত্রী সোনেলা পরেছিলেন কালো গাউন। কিন্তু কেন হঠাৎ কালো পোশাক বেছে নিয়েছিলেন দুজনে?

উল্লেখ্য, শুধুমাত্র এই নব দম্পতি নয়, কালো পোশাকে রিসেপশন মাতাতে দেখা গিয়েছে তাদের বন্ধুবান্ধব সহ নিকট আত্মীয়রা। দলের একাধিক ফুটবলারদের ও দেখা গিয়েছিল কালো পোশাকে। যারফলে স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জাগতে শুরু করে, কেন এই রঙ বেছে নিয়েছিলেন তারা। একটি জনপ্রিয় মাধ্যম কে এর উত্তর দিতে গিয়ে বাগান অধিনায়ক বলেন, তাদের এই রিসেপশনের থিম কালার নির্বাচিত করা হয়েছিল কালো। সেজন্যই এই পরিকল্পনা।

Advertisements

বলাবাহুল্য, বিয়ের পর সেদিন রিসেপশনে ও যথেষ্ট নজর কেড়েছেন দুজনে। তাদের এই কালো পোশাক, এক আলাদা মাত্রা যোগ করেছিল গোটা অনুষ্ঠানটি তে। পোশাক কালো হলেও যথেষ্ট ঝলমলে লেগেছে এই নব দম্পতিতে। যা দেখে খুশ আপামর ফুটবল জনতা।