মোহনবাগানের ভালো খেলার পিছনে কয়েকটা কারণ

জুয়ান ফেরান্দোর দল তাদের আইএসএল ২০২৩ অভিযান দারুণ ভাবে শুরু করেছে। অংশ নেওয়া প্রত্যেক টুর্নামেন্টে ভালো খেলছে দল। কোন মন্ত্র বলে অপ্রতিরোধ্য মনে হচ্ছে মোহন…

Mohun Bagan

জুয়ান ফেরান্দোর দল তাদের আইএসএল ২০২৩ অভিযান দারুণ ভাবে শুরু করেছে। অংশ নেওয়া প্রত্যেক টুর্নামেন্টে ভালো খেলছে দল। কোন মন্ত্র বলে অপ্রতিরোধ্য মনে হচ্ছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে? সে ব্যাপারে বাগান সমর্থকদের মধ্যে চলছে আলোচনা। দলের ভালো খেলার পিছনে রয়েছে একাধিক কারণ।

জেসন কামিংস ও দিমিত্রি পেট্রাতোসের সমন্বয়ে মোহনবাগান এসজি-র নবগঠিত আক্রমণাত্মক জুটি মাঠে দারুণ ভাবে কাজ করছে। ফেরান্দো তিনটি ম্যাচেই অস্ট্রেলিয়ান জুটিকে মাঠে কাজে লাগিয়েছেন। তারা উল্লেখযোগ্যভাবে অল্প সময়ের মধ্যে একটি নিজেদের মধ্যে ভালোভাবে বোঝাপড়া গড়ে তুলেছেন।

মোহনবাগান এসজি এই মরসুমে প্রধানত তিন সদস্যের ব্যাকলাইন ব্যবহার করে কৌশলগত সাফল্য লাভ করতে শুরু করেছে। কোচ হুয়ান ফেরান্দোকে বিভিন্ন প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য বিভিন্ন অবস্থানে খেলোয়াড় মোতায়েন করতে দেয়। বাগানের রক্ষণে হেক্টর ইয়ুষ্টে এক্স ফ্যাক্টর হয়ে উঠেছেন বলে অনেকে মনে করছেন। সেই সঙ্গে আনোয়ার আলি, শুভাশিস বসুরা প্রতি ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলছেন।

শক্তিশালী ডিফেন্স যে কোনও সফল দলের ভিত্তি হিসাবে কাজ করে এবং মোহনবাগান এসজিও এর ব্যতিক্রম নয়। তারা বর্তমানে ইন্ডিয়ান সুপার লীগে সব থেকে কম গোল হজম করা দলের মধ্যে অন্যতম। এবং লিগের অন্যতম শক্তিশালী ডিফেন্স হিসেবে ক্রমে নিজেদের মেলে ধরতে শুরু করেছে।