Dipendu Biswas Mohun Bagan: দীপেন্দুর ওপর আস্থা রাখছে মোহনবাগান

২০২৩-২৪ মরসুম মোহনবাগান সুপার জায়ান্টের জন্য বেশ উল্লেখযোগ্য। ট্রফি এসেছে, নজর কেড়েছে একাধিক ফুটবলার। প্রচারের থাকা তারকা ফুটবলারদের পাশাপাশি ভাল খেলে মোহনবাগান সমর্থকদের মনে দাগ…

Dipendu Biswas Mohun Bagan

২০২৩-২৪ মরসুম মোহনবাগান সুপার জায়ান্টের জন্য বেশ উল্লেখযোগ্য। ট্রফি এসেছে, নজর কেড়েছে একাধিক ফুটবলার। প্রচারের থাকা তারকা ফুটবলারদের পাশাপাশি ভাল খেলে মোহনবাগান সমর্থকদের মনে দাগ কেটেছে একাধিক তরুণ ফুটবলার (Dipendu Biswas Mohun Bagan)।

   

CFL: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জোড়া গোল করা স্নেহাশীষ খেলবেন পিয়ারলেসের হয়ে

মোহনবাগান সুপার জায়ান্টের জুনিয়র দলে রয়েছে একাধিক প্রতিশ্রুতিবান ফুটবলার। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে দল বেশি দূর এগোতে না পারলেও তরুণ খেলোয়াড়দের প্রতিভা চোখে পড়েছে বারংবার। কলকাতা ফুটবল লিগেও ক্লাব ভরসা রেখেছিল এই উঠতি খেলোয়াড়দের ওপর।

মোহনবাগানের ডেভেলপমেন্ট দলের অন্যতম প্রতিভাবান ফুটবলার দীপেন্দু বিশ্বাস (জুনিয়র)। তাঁর ওপর ভরসা রেখেছে ক্লাব। গুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁকে মাঠে নামিয়ে পরীক্ষা করে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। হুয়ান ফেরান্দোর পর লোপেজ হাবাসও ভরা রেখেছেন তার দীপেন্দুর ওপর।

CFL: কাস্টমসের হয়ে খেলবেন মোহনবাগানের বিরুদ্ধে গোল করা আভাস

মোহনবাগান সুপার জায়ান্টের তরুণ ফুটবলার রয়েছেন একাধিক। সুমিত রাঠির মতো উঠতি খেলোয়াড় খেলোয়াড় সবুজ মেরুন শিবিরে থেকেছেন একাধিক মরসুম। দীপেন্দু বিশ্বাসকেও আগামী দিনের জন্য ধরে রাখতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। দীপেন্দু নিজের অধ্যাবসায় বজায় রাখতে পারলেও ক্লাব তথা ভারতীয় ফুটবলের জন্য হয়ে উঠতে পারে সম্পদ। বাগান রক্ষণকে নির্ভরতা জুগিয়েছেন তিনি। দীপেন্দু বিশ্বাস ২০২৩-২৪ মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম আবিষ্কার। আগামী মরসুমেও দীপেন্দু মোহবাগানের হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে।