Dimitri Petratos: বাড়ির পথে দিমির দুই ভাই, কী বলছেন বাগান কোচ?

সব কিছুরই একটা শেষ থাকে। সেটাই হল এবার। গতকাল, মোহনবাগান জার্সিতে নিজেদের শেষ অনুশীলন করে ফেললেন অজি তারকা দিমিত্রি পেট্রোতোসের (Dimitri Petratos) দুই ভাই কোস্টা…

maki petratos family

সব কিছুরই একটা শেষ থাকে। সেটাই হল এবার। গতকাল, মোহনবাগান জার্সিতে নিজেদের শেষ অনুশীলন করে ফেললেন অজি তারকা দিমিত্রি পেট্রোতোসের (Dimitri Petratos) দুই ভাই কোস্টা পেট্রোতোস ও মাকি পেট্রোতোস। হ্যাঁ ঠিকই শুনছেন। এবার ফিরে যেতে হবে দুজনকেই। তাই শেষ বেলায় অনুশীলন শেষ করে দলের সমস্ত খেলোয়াড়দের পাশাপাশি প্রধান কোচ ও বাকি কোচিং স্টাফদের সঙ্গে হাত মিলিয়ে হাসি মুখে বেড়িয়ে যেতে দেখা যায় বাকি দুইজনকে।

Advertisements

গত ১৭ই অক্টোবর থেকে সবুজ-মেরুনের ট্রায়ালে দেখা মিলেছিল এই দুই নয়া বিদেশী সহ এক দেশীয় তরুণ গোলরক্ষকের। যারা এএফসি কাপে বসুন্ধরা ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন করছিলেন জোর কদমে। আসলে সবরকম ভাবে দলকে রপ্ত করিয়ে রাখতে চাইছিলেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। প্রথমদিকে তাদের সম্পর্কে তেমন কিছু জানা নই গেলেও পরবর্তীতে জানা যায় যে বাগান তারকা দিমির দুই ভাই এরা। তারপর থেকেই তাদের নিয়ে উঠে এসেছে নানা তথ্য। এমনকি দিমিত্রির পাশাপাশি সবুজ-মেরুন জার্সিতে তাদের খেলতে দেখার স্বপ্ন ও দেখতে শুরু করেছিলেন বহু সমর্থক।

   

কিন্তু সেটা হওয়ার ছিল না। আসলে নাকি এদেশে নিজেদের ছুটি কাটাতে এসেছিলেন দুই অজি তরুণ কোস্টা পেট্রোতোস ও মাকি পেট্রোতোস। দিমির সঙ্গে সেই নিয়ে কথাও নাকি হয়ে গিয়েছিল অনেক আগেই। সেইমতো নাকি মোহনবাগানে কিছুদিন অনুশীলন করার আবেদন করা হয় তাদের দুজনের তরফ থেকে। শেষ পর্যন্ত তাতে সম্মতি ও দিয়ে দেয় মোহনবাগান সুপারজায়ান্টস ম্যানেজমেন্ট। সেজন্য, ভারতে পা রেখে সোজা সবুজ-মেরুন অনুশীলনে চলে আসেন দুজনে।

এমনকি গত কয়েকদিনে যথেষ্ট নজর ও কাড়ছিলেন তারা। মানিয়ে নিয়েছিলেন গোটা দলের সঙ্গে। তবে এবার ফেরার পালা। গতকালের অনুশীলন শেষে বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোর সঙ্গে বহুক্ষণ কথাও বলতে দেখা যায় দুজনকে। আসলে কোথায় কি ভুল করেছেন তা জেনে নিচ্ছিলেন দুই ভাই। এবার ফিরে যাবেন নিজেদের দেশে।

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে কেউ কোনো কথা না বলতে চাইলেও বাগান শিবিরের সঙ্গে অনুশীলন করে যথেষ্ট খুশি দুজনে। তাছাড়া মোহনবাগানের জার্সিতে মাঠে অনুশীলন করে নাকি যথেষ্ট উদ্বুদ্ধ এই দুই তরুণ। পাশাপাশি তাদের খেলা দেখেও নাকি খুশি হয়েছেন ফেরেন্দো। তবে এবার আইএসএল ম্যাচের দিকেই নজর রাখছেন বাগান কোচ। আগামী ১লা নভেম্বর জামশেদপুর দলের মুখোমুখি হবে মেরিনার্সরা।