ইস্টবেঙ্গলে আসছেন ডায়মান্টাকোস? অলআউট যাচ্ছে মুম্বাই

গতবারের মতো এবার ও ইন্ডিয়ান সুপার লিগে‌ দাপিয়ে খেলেছেন দিমিত্রিওস ডায়মান্টাকোস (Dimitrios Diamantakos)। কেরালা ব্লাস্টার্সের জার্সিতে একাধিক গোল করেছেন তিনি। সেই সুবাদেই এবছর এই ফুটবল…

Dimitrios Diamantakos

গতবারের মতো এবার ও ইন্ডিয়ান সুপার লিগে‌ দাপিয়ে খেলেছেন দিমিত্রিওস ডায়মান্টাকোস (Dimitrios Diamantakos)। কেরালা ব্লাস্টার্সের জার্সিতে একাধিক গোল করেছেন তিনি। সেই সুবাদেই এবছর এই ফুটবল টুর্নামেন্টের গোল্ডেন বুট ছিনিয়ে নেন এই গ্ৰীক ফুটবলার। তিনি পিছনে ফেলে দিয়েছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে রয় কৃষ্ণার মতো দাপুটে ফুটবলারদের। যা নিঃসন্দেহে বড়সড় চমক। কিন্তু নতুন মরশুমে তিনি যে দক্ষিণের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন না সেই আন্দাজ পাওয়া গিয়েছিল অনেক আগেই। তাই ক্লাব ফুটবলের মরশুম শেষ হওয়ার পর থেকেই তার দিকে নজর রাখতে শুরু করে একাধিক ফুটবল ক্লাব।

   

কিন্তু একটা সময় থমকে গিয়েছিল সেই সমস্ত বিষয়। মনে করা হচ্ছিল কেরালা ব্লাস্টার্স এর সঙ্গে হয়তো চুক্তি বাড়াবেন দিমিত্রিওস। তবে সেটা হলো না এবার। আজ দুপুরে নিজের সোশ্যাল সাইটে নিজের ক্লাবের সঙ্গে গত দুই বছর ধরে যুক্ত থাকার বেশ কিছু কথা উল্লেখ করেন তিনি। সেখান থেকেই মেলে দল বদলের ইঙ্গিত।

অর্থাৎ এবার যে তিনি কেরালা ব্লাস্টার্স ছেড়ে অন্যত্র যুক্ত হবেন তা পরিষ্কার। যতদূর জানা গিয়েছে, তাকে দলে নেওয়ার ক্ষেত্রে এবার আসরে নেমেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। মনে করা হচ্ছে, আসন্ন দুইটি ফুটবল মরশুমের জন্য তার সঙ্গে চুক্তি করতে পারে ইমামি ম্যানেজমেন্ট। উল্লেখ্য, এই সিজনে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ শিবির।

তাই নতুন মরশুমে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে কলকাতার এই ফুটবল ক্লাব। সবকিছু মাথায় রেখেই শক্তিশালী দল তৈরি করা এখন একমাত্র লক্ষ্য তাদের। কিন্তু শুধু ইস্টবেঙ্গল নয়। এই দাপুটে ফুটবলারকে দলে পেতে অলআউট ঝাঁপাচ্ছে পেট্রো ক্র্যাটটির মুম্বাই সিটি এফসি। বলাবাহুল্য, এই সিজনে শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে খেতাব জয় করেছে মুম্বাই।

যারফলে, নতুন মরশুমে আবারো এএফসির টুর্নামেন্ট খেলবে এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে দিমিত্রিওস ডায়মান্টাকোসকে দলে টেনেই লড়াই করতে চাইছে ক্লাব। কিন্তু শেষ পর্যন্ত আদৌ কোথায় সাইন করেন এই ফুটবলার, এখন সেটাই দেখার।