East Bengal: ইস্টবেঙ্গলের ঘুম কেড়ে নিতে পারে এই বিদেশি

কোনওরকমে শেষ ছয়ে যাওয়ার অংকে টিকে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। কাজ কঠিন হলেও সম্ভাবনা রয়েছে। শেষ সম্বলটুকু আঁকড়েই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল এফসি।…

east bengal

কোনওরকমে শেষ ছয়ে যাওয়ার অংকে টিকে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। কাজ কঠিন হলেও সম্ভাবনা রয়েছে। শেষ সম্বলটুকু আঁকড়েই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গল রক্ষণের দুশ্চিন্তার কারণ হয়ে পারেন কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) এক বিদেশি ফুটবলার।

অংকের বিচারে ইস্টবেঙ্গল এফসির সামনে প্রথম ছয়ে যাওয়ার সুযোগ রয়েছে এখনও। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এগারো নম্বর স্থানে রয়েছে তারা। বারো দলের লিগে ইস্টবেঙ্গল এখন এগারো নম্বরে। বাকি সব ম্যাচে জয় পেলে সর্বোচ্চ ২৭ পয়েন্ট পেতে পারে লাল হলুদ ব্রিগেড। শেষ ছয়ে থাকার দৌড়ে রয়েছে আইএসএল-এর একাধিক দল। এবারের আইএসএল-এর প্রথম তিন দলের মধ্যে চলছে লিগ শিল্ড জয়ের লড়াই। পয়েন্ট টেবিলের মাঝের দলগুলোর মধ্যে চলছে শেষ ছয়ে থাকার লড়াই। এ ব্যাপারে কেরালা ব্লাস্টার্স অনেকটা এগিয়ে রয়েছে। কারণ ইভান ভুকামানোভিচের দল রয়েছে পঞ্চম স্থানে। ইস্টবেঙ্গল এখন একাদশ স্থানে।

East Bengal: ফর্মে না থাকলেও একটি ব্যাপারে এগিয়ে ইস্টবেঙ্গল

 

এবারের আইএসএল-এ অন্যতম আলোচিত ফুটবলার Dimitrios Diamantakos। কেরালা ব্লাস্টার্সের এই ফুটবলারকে নিয়ে লাগাতার চলছে দল বদল সংক্রান্ত আলোচনা। আগামী দিনে তিনি কেরালা ছাড়তে পারেন বলেও শোনা যাচ্ছে। সে সব পরের কথা। এখন তিনি ব্লাস্টার্সের খেলোয়াড়, খেলবেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

Cristiano Ronaldo: চার দিনে দু’বার হ্যাটট্রিক রোনাল্ডোর

১৩ গোল ও ৩ অ্যাসিস্ট সহ ম্যাচে ১৬ গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন এই স্ট্রাইকার। প্রতিপক্ষের বক্সে ৬৫টি টাচ রেকর্ড করেছেন Dimitrios Diamantakos। দিয়ামান্তাকোস ১০টি সফল ড্রিবল সম্পন্ন করেছেন, ১৯টি গুরুত্বপূর্ণ পাস বাড়িয়েছেন, ২২টি গোল করার সুযোগ তৈরি করেছেন, ৭১.৩২% শট অ্যাকিউরেসি। তাঁর গোল রূপান্তর করার হার ৪০.৬২%।