Home Sports News Mohun Bagan: অনুশীলনে যোগ দেবেন অজি তারকা, মুম্বই বধের প্রস্তুতি চালাচ্ছে বাগান

Mohun Bagan: অনুশীলনে যোগ দেবেন অজি তারকা, মুম্বই বধের প্রস্তুতি চালাচ্ছে বাগান

dimitri petratos

আগামী রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan)। এক কথায় বলতে গেলে এবার বড় লড়াইয়ের সম্মুখীন হতে হবে মেরিনার্সদের। আসলে হিরো আইএসএল খেলতে আসার পর থেকে এখনো পর্যন্ত রনবীর কাপুরের এই ফুটবল দলকে হারাতে পারেনি মোহনবাগান।

Advertisements

তবে এবার সেই অসাধ্য সাধন করতে চান বাগান কোচ হুয়ান ফেরেন্দো। নাহলে যে এবার টুর্নামেন্টে থেকেই ছিটকে যেতে হবে শুভাশিসদের। তাই গত মঙ্গলবার এএফসি কাপে আবাহনী ম্যাচ জয়ের পর বুধবার জন্য ছুটি থাকলেও গত বৃহস্পতিবার থেকেই ফুটবলারদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন ফেরেন্দো। মুম্বাই সিটি এফসিকে বধ করে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠতে চান বাগানের এই স্প্যানিশ কোচ।

   

তবে সেইদিন আনোয়ার আলি থেকে শুরু করে দিমিত্রি পেট্রতোসের মতো ফুটবলাররা দলের অনুশীলনে অনুপস্থিত থাকলেও জানা গিয়েছে আগামীকাল থেকে দলের সাথে অনুশীলনে যোগ দেবেন অজি তারকা দিমিত্রি পেট্রতোস। তবে এখনো পর্যন্ত দলের ফুটবলারদের ফিজিক্যাল ফিটনেস নিয়ে খুব একটা খুশি নন বাগানের এই আইএসএল জয়ী কোচ। তাই বর্তমানে দলের ফিজিওর তত্ত্বাবধানে অনুশীলন চালাচ্ছেন সবুজ-মেরুন ফুটবলাররা। তবে এক্ষেত্রে স্কোয়াডের সকলে নন। গত এএফসি কাপের ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে খেলা ফুটবলারদের কেই করানো হল ফিটনেস ট্রেনিং।

অন্যদিকে, দলের সঙ্গে সেভাবে অনুশীলন করলেন না আরেক তারকা ফুটবলার ব্রান্ডন হ্যামিল। দলের ফুটবলাররা ফিজিওর নির্দেশ মতো শারিরীক অনুশীলন চালালেও মাঠের এক প্রান্তে দৌড় সারলেন হ্যামিল। তাছাড়া হাঁটতে গিয়ে যথেষ্ট সমস্যা দেখা দিচ্ছে এই তারকা ফুটবলারের। তাই আগামী রবিবারের ম্যাচে তিনি যে মাঠে নামছেন না তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে।

Advertisements