Rakhi: বিএসএফ ভাইদের হাতে রাখী পরিয়ে মিষ্টিমুখ মহিলা-শিশুদের

ভারতের উল্লেখযোগ্য উৎসবগুলির মধ্যে একটি হল রাখী বন্ধন উৎসব। রাখী বন্ধনে উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। তার প্রস্তুতি পুরোদমে চলছে। এই বছর ৩০ আগস্ট পালিত…

ভারতের উল্লেখযোগ্য উৎসবগুলির মধ্যে একটি হল রাখী বন্ধন উৎসব। রাখী বন্ধনে উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। তার প্রস্তুতি পুরোদমে চলছে। এই বছর ৩০ আগস্ট পালিত হবে রাখী বন্ধন। এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে, বোনেরা তাদের ভাইদের হাতে ‘রাখী ‘ নামে পরিচিত একটি বিশেষ সুতো বেঁধে দেয় এবং এর বিনিময়ে, ভাইরা তাদের বোনদের সারাজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।

কিছুদিন পরেই গোটা বাংলা মাতবে রাখী বন্ধন উৎসবে। তার আগেই বিএসএফ জওয়ানদের সঙ্গে ‘প্রাক রাখী বন্ধন’ উৎসব পালন করল শিলিগুড়ির এক সমাজসেবী সংস্থার সদস্যারা। শুক্রবার ফুলবাড়ি সীমান্তে প্রাক-রাখী বন্ধন উৎসব পালন করা হয়। এই দিন বিএসএফ জওয়ানদের হাতে রাখী পড়িয়ে দেন সমাজসেবী সংস্থার মহিলারা এবং ছোট শিশুরা। রাখী পরিয়ে মিষ্টিমুখও বোনেরা করান তাদের বিএসএফ ভাইদের।

   

শিলিগুড়ির স্থানীয় এক সংবাদমাধ্যমকে প্রাক-রাখী বন্ধন উৎসব নিয়ে সংগঠনের সদস্যরা জানান যে, “আমাদের সুরক্ষার জন্য পরিবার ও স্বজনদের ছেড়ে জওয়ান ভাইয়েরা সীমান্তে পাহারা দিচ্ছে। বিশেষ দিনটিতে তাদের যেন মন খারাপ না হয় সেই কারণেই জওয়ান ভাইদের হাতে রাখী বেঁধে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করা হল।“

প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তে রাখী বন্ধনের পবিত্র ভাই-বোনের উৎসব পালন করা হয়। এই বছর রাখী উৎসব পালন হবে ৩০ আগস্ট।