Dimitri Petratos: ফাইনাল ম্যাচেই নজির গড়তে পারেন পেত্ৰাতস

মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম চালিকা শক্তি দিমি পেত্ৰাতস (Dimitri Petratos)। দলে একাধিক হাইপ্রোফাইল ফুটবলার থাকলেও পেত্ৰাতসের জায়গা বর্তমান স্কোয়াডের কেউ নিতে পারেননি। দিমি ফর্মে থাকলে…

Dimitri Petratos

মোহনবাগান সুপার জায়ান্টের অন্যতম চালিকা শক্তি দিমি পেত্ৰাতস (Dimitri Petratos)। দলে একাধিক হাইপ্রোফাইল ফুটবলার থাকলেও পেত্ৰাতসের জায়গা বর্তমান স্কোয়াডের কেউ নিতে পারেননি। দিমি ফর্মে থাকলে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ফাইনাল ম্যাচেই গড়তে পারেন নজির।

Advertisements

গত মরসুমের মতো এবারের মরসুমেও মোহনবাগান সুপার জায়ান্টের ভরসা মুখ হয়ে উঠেছেন দিমি পেত্ৰাতস। মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে সংযোগ স্থাপন করে খেলতে পছন্দ করেন। গোলটা খুব ভালো চেনেন, কীভাবে গোল করাতে হবে সে ব্যাপারে ধারণা রয়েছে। সুযোগ তৈরি করার ক্ষেত্রে লিগের অন্যান্য বিদেশি ফুটবলারকে অনেক আগেই তিনি পিছনে ফেলে দিয়েছেন। সামনে শুধু এক ভারতীয় ফুটবলার।

বিজ্ঞাপন

চলতি ইন্ডিয়ান সুপার লিগে সব থেকে বেশি তৈরি করার ব্যাপারে এগিয়ে রয়েছে এফসি গোয়ার ব্রেন্ডন ফার্নান্দেজ। ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রেন্ডন ৬০ টি সুযোগ তৈরি করেছেন।

মুম্বই সিটি এফসির কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে এফসি গোয়া। তাই পরিসংখ্যানে এগিয়ে যাওয়ার সুযোগ ব্রেন্ডনের কাছে নেই. সবথেকে বেশি সুযোগ তৈরি করার তালিকায় ব্রেন্ডনের ঠিক পরেই রয়েছেন দিমি পেত্ৰাতস। ব্রেন্ডন ৬০ টি সুযোগ তৈরি করেছেন, পেত্ৰাতস তৈরি করেছেন ৫৯ টি সুযোগ।

মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ফাইনাল ম্যাচে পেত্ৰাতস খেলবেন এটা ধরে নেওয়াই যায়. ফলত তাঁর কাছে রয়েছে এই তালিকায় শীর্ষ হওয়ার সুযোগ। তৃতীয় স্থানে রয়েছেন পাঞ্জাব এফসির মাদিহা তালাল (৫৭ টি সুযোগ)। পাঞ্জাব এফসিও ছিটকে গিয়েছে অনেক আগে.