Dimitri Petratos: চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে পেত্রাতোসের খেলা নিয়ে সংশয়

প্রকৃত স্ট্রাইকার না হলেও দিমিত্রি পেত্রাতোসকে (Dimitri Petratos) একজন স্ট্রাইকার হিসেবে ব্যবহার করছেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো।

dimitri petratos

প্রকৃত স্ট্রাইকার না হলেও দিমিত্রি পেত্রাতোসকে (Dimitri Petratos) একজন স্ট্রাইকার হিসেবে ব্যবহার করছেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো।ঘরের মাঠে ইন্ডিয়ান সুপার লিগে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম‍্যাচে একটা এরিয়াল বল রিসিভ করার সময় পায়ে চোট পান দিমিত্রি পেত্রাতোস।

শেষে এই তারকা ফুটবলার খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছেড়েছিলেন।এরপর বেশ কয়েক দিন অনুশীলনে দেখা যায়নি দিমিত্রি পেত্রাতোসকে।ইদানিং অনুশীলনে দিমিত্রি কে মাঠে ফিজিওর পরামর্শে সাইকেলিং করতে দেখা গেছে।সামনে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম‍্যাচ।তার আগে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার চোট পাওয়ায় এখন ভীষণ চিন্তিত এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।আগামী ১২ শে জানুয়ারি দলের সাথে দিমিত্রি পেত্রাতোস চেন্নাই খেলতে যাবেন কি না,সেটা এখনও প্রশ্ন হয়ে রয়েছে।

Advertisements

এখন অবশ্য ম‍্যাচের আগে বেশ কিছু দিন সময় আছে।আর তার মধ্যে যদি ফিট হয়ে উঠতে পারেন দিমিত্রি, তাহলে তার চেন্নাই এফসির বিরুদ্ধে ম‍্যাচে খেলতে কোনও সমস্যা নেই।পেত্রাতোসের চোটের খবর আশঙ্কা জোগচ্ছে এটিকে মোহনবাগানেরর সমর্থক’দের তার পাশাপাশি সবুজ মেরুন সমর্থক’দের খুশি দিয়েছে মনবীর সিং।ইতিমধ্যে চোট সারিয়ে মাঠে প্রাক্টিসে নেমেছেন তিনি।শোনা যাচ্ছে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম‍্যাচে মনবীর সিংয়ের খেলার সম্ভাবনা প্রবল।