NJP: এনজেপি স্টেশনে বিদ্যুতের ছোবল, মৃত জওয়ান একাধিক জখম

নিউজলপাগুড়ি স্টেশনে ভয়াবহ ঘটনা। সেনা জওয়ান বহনকারী ট্রেনের কোচে জল ঢালতে গিয়ে হাই ভোল্টেজ তারের স্পর্শে মৃত এক জওয়ান। আহত ৫ জন।

NJP Station

ভয়াবহ পরিস্থিতি নিউ জলপাইগুড়ি স্টেশনে (NJP)।  সেনা জওয়ান বহনকারী ট্রেনের কোচে জল ভরার সময় বিদ্যুতের তারে স্পর্শ হয়ে শট সার্কিটে এক জওয়ান ঘটনাস্থলেই মৃত। বিদ্যুতের স্পর্শে আরও ৫ জওয়ান জখম।

জখম সেনা জওয়ানদের উদ্ধার করে এনজেপি রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্টেশন ও হাসপাতাল কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছে সেনাবাহিনী ও আরপিএফ।

বৃহস্পতিবার ত্রিপুরাগামী একটি সেনাবাহিনীর ট্রেন এনজেপি স্টেশনে এসে দাঁড়ানোর পর এক সেনাকর্মী জলের ট্যাংকারে জল দেখতে উঠেছিল। সেইসময় হাইটেনশন তারের স্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক জখম হয়েছেন কয়েকজন সেনাকর্মী।

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট। নিরাপত্তার জন্য সে রাজ্যে জওয়ানদের পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই সে রাজ্যে চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। চলছে রাজনৈতিক সংঘর্ষ। পরিস্থিতি সামলাতে আরও কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে ত্রিপুরায়। সেই কারণে সেনা জওয়ানদের নিয়ে বিশেষ ট্রেন আগরতলায় যাচ্ছিল। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন দাঁডানোর পর ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।

দুর্ঘটনার পরপর এনজেপি স্টেশনের যাত্রীরা আতঙ্কিত। তাদের নিরাপদে সরানো হয়েছে। বিদ্যুতের তারের স্পর্শ এড়াতে স্টেশন খালি করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চল ও উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এনজেপি।