ডার্বি খেলবেন দিমি? জানুন সম্ভাবনা কতটা

কলকাতা: ডুরান্ড (Durand Cup 2024) ডার্বি নিয়ে উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। মোহনবাগান সুপার জায়ান্ট-ইস্টবেঙ্গল এফসি (Mohun Bagan vs East Bengal) দুই দলই জেতার জন্য ঝাঁপাবে…

Jason Cummings, Dimitri Petratos

কলকাতা: ডুরান্ড (Durand Cup 2024) ডার্বি নিয়ে উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। মোহনবাগান সুপার জায়ান্ট-ইস্টবেঙ্গল এফসি (Mohun Bagan vs East Bengal) দুই দলই জেতার জন্য ঝাঁপাবে আগামী ১৮ অগস্টের ম্যাচে। বিদেশি ফুটবলাররা দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন। প্র্যাকটিসে চনমনে দেখাচ্ছে বাগানের দিমিত্রি পেত্রাতসকে (Dimitri Petratos)। কিন্তু তিনি কি ডার্বি খেলতে পারবেন?

   

Mohun Bagan SG: সুহেল কোথায়? বাগান সমর্থকদের মধ্যে উঠছে প্রশ্ন

ডুরান্ড কাপে সিনিয়র ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ হোসে মোলিনা। আক্রমণভাগে জেসন কামিন্স ও গ্রেগ স্টুয়ার্টকে ইতিমধ্যে খেলিয়ে দেখে নিয়েছেন কোচ। দু’জনেই গোল করেছেন, বড় ব্যবধানে জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আক্রমণভাগের দু ফুটবলারকে এখনও মাঠে দেখা বাকি। একজন জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতস। মেলবোর্ন সিটি এফসির কিংবদন্তি ম্যাকলারেনকে নিয়ে যতই মাতামাতি হোক না কেন, মোহবাগান সমর্থকদের নয়নের মণি পেত্রাতস।

পেত্রাতস অনুশীলনে বেশ চনমনে। বল পায়ে প্র্যাকটিস করছেন, দীর্ঘ দিন পর ক্লাবের অনুশীলনে যোগ দিলেও ছটফটে দেখাচ্ছে অস্ট্রেলিয়ান ফুটবলারকে। সম্প্রতি সময়ে মোহনবাগান সুপার জায়ান্টের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন এই দিমিত্রি। আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ কিংবা ডুরান্ড কাপেও তাঁর দিকে তাকিয়ে থাকবেন সবুজ মেরুন সমর্থকরা। কিন্তু প্রশ্নটা হল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হতে চলা ম্যাচে দিমিকে মাঠে দেখা যাবে কি না?

মোহনবাগানকে আরও চাপে ফেলল প্রাক্তন চ্যাম্পিয়ন

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, ডুরান্ড কাপে দিমির রেজিস্ট্রেশন এখনও হয়নি। রেজিস্ট্রেশন করানোর জন্য চেষ্টা চালাচ্ছেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা। এটা স্পষ্ট যে তাঁকে ডুরান্ড কাপের ম্যাচে খেলানোর ভাবনা মোহনবাগানের রয়েছে। ডার্বির আগে সময় থাকতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে দিমিত্রি পেত্রাতসকে মাঠে দেখা গেলেও যেতে পারে।