মোহনবাগান সমর্থকদের ঘাঁটি বলে পরিচিত কাদাপাড়া। সেখানে গিয়ে ফুটবল খেলে এলেন দিমিত্রি পেত্রাতস (Dimitri Petratos) ও ব্র্যান্ডন হামিল (Brendan Hamill)। মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে দুই তারকার ফুটবল খেলার ভিডিও।
যুবভারতী ক্রীড়াঙ্গনের কাছেই কাদাপাড়া। ব্যস্ত বাইপাসের ধারে রয়েছে ছোট্টো খেলার মাঠ। সকালে-বিকালে এলাকার ছেলেদের সেখানে দেখা যায় ফুটবল পায়ে। নিজেদের মতো করে খেলা। খুদে সমর্থক ও কাদাপাড়ার মোহনবাগান সমর্থকদের জন্য অপেক্ষা করে ছিল একটা বিশেষ সন্ধ্যা।
কাদাপাড়ার বাসিন্দারা হয়তো ভাবতেই পারেননি টেলিভিশনের পর্দায় কিংবা গ্যালারি থেকে দেখা বিদেশি ফুটবলাররা কখনও উপস্থিত হবেন তাদের পাড়ার মাঠে। পেত্রাতস ইতিমধ্যে সবুজ মেরুন সমর্থকদের অনেকের কাছেই লেজেন্ড। ব্র্যান্ডন হামিলও কোনও অংশে কম যান না। কাদাপাড়ারা মাঠে খুদে ফুটবল প্রেমীদের সঙ্গে বল পায়ে কিছু কাটালেন বাগানের দুই ফুটবলার।
Winning hearts everywhere 🫶💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/SdUWkc2d3m
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 18, 2024
দিমিত্রি এখানেও গোল করার পিছনে অবদান রাখলেন। গোল করার জন্য পাস বাড়িয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার তারকার কাছ থেকে বল পেয়ে গোল করেছে এক কিশোর। দুই ফুটবলারকে দেখার জন্য মাঠের আশেপাশে জমেছিল ভিড়। পায়ের কাজ দেখিয়ে দর্শকদের মনে আনন্দের সঞ্চার করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ফুটবল খেলার ভিডিও পোস্ট করা হয়েছে। সদ্য লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফুটবলারদের মেজাজও এখন বেশ ফুরফুরে। পরবর্তী ম্যাচে নামার আগে আপাতত নিজের মতো করে কিছু সময় কাটানো।