চলতি মরশুমের হিরো আইএসএলে শুরু থেকেই যথেষ্ট দাপট দেখিয়েছে ওডিশা এফসি (Odisha FC)। প্রথম লেগ থেকে একেবারে দ্বিতীয় লেগ পর্যন্ত নিজেদের প্রথম চারটি দলের মধ্যেই ধরে রেখেছিল জোসেফ গাম্বাউয়ের ছেলেরা। তবে নক আউট পর্বে এটিকে মোহনবাগানের কাছে পরাজিত হওয়ার ফলে আইএসএল জয়ের স্বপ্ন অধরা থেকে গেলেও টুর্নামেন্ট জুড়ে সর্বাধিক গোলের অধিকারী থেকেছে তাদের অন্যতম ভরসাযোগ্য ফরওয়ার্ড দিয়াগো মরিসিও (Diego Mauricio)।
তাই অনায়াসেই ক্লেটন ও পেত্রাতোসকে পিছনে ফেলে সোনার বুট জিতেছেন তিনি। মনে করা হচ্ছিল, আগামী মরশুমে হয়ত ওডিশা থেকে ছিনিয়ে নিতে পারে আইএসএলের অন্যান্য দল। এই বিষয়ে সবার আগে উঠে আসছিল এটিকে মোহনবাগানের নাম। কারন শুরু থেকেই ফরোয়ার্ডের অভাব যথেষ্ট ভুগিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড কে। তবে সেই আশা আর পূরন হল না। এই সোনার বুট জয়ী তারকার সাথে চুক্তি বাড়াল ওডিশা এফসি।
তাই আগামী দুই ফুটবল মরশুমে ও ওডিশা এফসির জার্সি পড়েই ফরোয়ার্ড লাইনে ঝড় তুলবেন এই ব্রাজিলয়ান তারকা। তথা রোনাল্দিনহোর প্রাক্তন সতীর্থ। চলতি মরশুমে ১২ টি গোল করার পাশাপাশি ২টো অ্যাসিস্ট ও রয়েছে এই তারকা ফুটবলের। আইএসএল পরবর্তী সময়ে তাকে অন্যদল গুলি নেওয়ার কথা ভাবলে ও সুপার কাপের আগেই তার সাথে চুক্তি বাড়ায় ওডিশা। গতকাল নিজেদের স্যোশাল সাইট থেকে সেই কথা সুনিশ্চিত করা হয় ম্যানেজমেন্টের তরফ থেকে।
Club President Raj Athwal on Diego Mauricio extending his stay at the club 🗣️🟣⚫️#OdishaFC #AmaTeamAmaGame #TheEasternDragons #Diego2025 pic.twitter.com/p1jNgsVmrJ
— Odisha FC (@OdishaFC) April 3, 2023
বলাবাহুল্য, এবারের আইএসএলের ইতিহাসে অন্যতম সেরা বিদেশি থেকেছেন এই দিয়াগো মরিসিও। ব্রাজিলের ফ্লেমিংগো, ও ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের মতো দল গুলিতে খেলার পাশাপাশি শিয়াজুয়াং এভার ব্রাইটের মতো দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকার। এছাড়াও অনূর্ধ্ব ২০ ব্রাজিল স্কোয়াডে ও ছিলেন তিনি। যেখানে তার সতীর্থ ছিলেন অস্কার, ক্যাসেমিরো ও কুটিনহোর মতো ফুটবলাররা। তবে এই মরশুমে আইএসএল জয়ের স্বপ্ন অধরা থাকলেও আগামী মরশুমে কতটা সফল হন সেটাই দেখার।