গত মরসুমটা ভালো যায়নি ওডিশা এফসির (Odisha FC)। জয়ের মধ্য দিয়ে আইএসএল শুরুর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল লিগের টানা দুইটি ম্যাচ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে ম্যাচ এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। তবুও গত বছরের শেষের দিকে দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করলেও নতুন বছর থেকেই একেবারে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল সার্জিও লোবেরার ছেলেরা। পরবর্তী ম্যাচে চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ওডিশার।
Also Read | ভারতীয় দলের চিন্তার কারণ হতে পারে ইরানের এই উইঙ্গার
যদিও পরবর্তীতে কঠিন হয়ে উঠেছিল সুপার সিক্সের লড়াই। তবুও নিজেদের সেরাটা দিতে বধ্যপরিকর ছিল হুগো বুমোসরা। সেবার খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে সুপার সিক্সে টিকে থাকার আশা জিইয়ে রেখেছিল একবারের সুপার কাপ জয়ীরা। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানতেন সকলে। পূর্বে পয়েন্ট নষ্ট করার দরুন সুপার সিক্সের লড়াইয়ের টিকে থাকতে হলে শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হত শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে। কিন্তু সেটা হয়নি। জয়ের মধ্য দিয়েই নক আউটে চলে গিয়েছিল মুম্বাই।
পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেখানে ও মিলেছিল একরাশ হতাশা। পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। কিন্তু সেই হতাশা কাটিয়ে নতুন সিজনে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। সেইমতো অনেক আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছিল ওডিশা। তবে নতুন সিজনে ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মাউরিসিওর (Diego Mauricio) থাকা নিয়ে অনেক আগে থেকেই উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন।
Also Read | কখন শহরে আসছে ইস্টবেঙ্গলের ওমেন্স টিম? জানুন
শেষ পর্যন্ত গত কয়েক মাস আগে তাঁকে বিদায় জানিয়েছিল ম্যানেজমেন্ট। পরবর্তীতে শোনা যাচ্ছিল, আইএসএল জয়ী কোনও ফুটবল ক্লাবেই হয়তো যোগদান করবেন এই তারকা স্ট্রাইকার। কিন্তু শেষ পর্যন্ত ইন্দোনেশিয়ার প্রথম টায়ারের ফুটবল ক্লাব পার্সেবায়া সুরাবায়াতে যোগদান করেন তিনি। গত ২২শে আগস্ট তাঁর যোগদান নিশ্চিত হয়ে যায়। উল্লেখ্য, এই ফুটবল ক্লাব থেকেই এবার ভারতে খেলতে এসেছেন এক তারকা মিডফিল্ডার। তিনি মহম্মদ রশিদ। লাল-হলুদে এসে খুব অল্পদিনের মধ্যেই সমর্থকদের প্রিয় হয়ে উঠেছেন প্যালেস্টাইনের এই তারকা। রশিদের এই প্রাক্তন দলে নিজের পুরনো ছন্দ ধরে রাখতে চাইবেন মাউরিসিও।