উয়াড়িকে পিছনে ফেলে গ্ৰুপের শীর্ষে ডায়মন্ড হারবার এফসি

প্রিমিয়ার ডিভিশন লিগে (Calcutta Football League) দুরন্ত ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার বিধাননগর স্পোর্টস গ্ৰাউন্ডে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হয়েছিল কিবু ভিকুনার ছেলেরা। নির্ধারিত…

প্রিমিয়ার ডিভিশন লিগে (Calcutta Football League) দুরন্ত ছন্দে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার বিধাননগর স্পোর্টস গ্ৰাউন্ডে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হয়েছিল কিবু ভিকুনার ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে আসল জয়। দলের হয়ে এদিন গোল করেন গিরিখ খোসলা এবং নরহরি শ্রেষ্ঠা। অপরদিকে উয়াড়ি দলের হয়ে একটি মাত্র গোল করেন শাহরুখ রহমান।

Advertisements

এই জয়ের ফলে কলকাতা ফুটবল লিগের গ্ৰুপ ‘এ’র শীর্ষে উঠে আসল জবি জাস্টিনরা। অন্যান্য দল গুলির মতো এবার চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার এই ডায়মন্ড হারবার এফসি। প্রথমদিকে কিছুটা হোঁচট খেতে হলেও গত কয়েক ম্যাচ ধরে অনবদ্য ছন্দে রয়েছে এই ফুটবল ক্লাব। উড়ায়ি দলকে হারানোর সুবাদে এখনো পর্যন্ত তাদের সংগ্ৰহে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট।

   

আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক থেকেছে ডায়মন্ড হারবার ফুটবল দল। মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে বারংবার হানা দিলেও গোলের মুখ খুলতে যথেষ্ট বেগ পেতে হয় ফুটবলারদের। তবে ম্যাচের ৩৮ মিনিটের মাথায় আসে প্রথম গোল। জবির দুরন্ত পাস থেকে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাজিত করে বল জালে জড়িয়ে যান গিরিক খোসলা। প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে ডায়মন্ড হারবার এফসি।

তবে দ্বিতীয়ার্ধ থেকে প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করে উয়াড়ি দলের ফুটবলাররা। কিন্তু সুযোগ বুঝে ম্যাচের ৬১ মিনিটের মাথায় রবিলাল মান্ডির পাস থেকে গোল করে যান নরহরি শ্রেষ্ঠা। যার কোনো জবাব ছিলনা প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই গোল বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন শাহরুখ। যা আটকানো সম্ভব হয়নি সুশান্ত মালিকের পক্ষে। ফলাফল গিয়ে দাঁড়ায় ২-১ গোল। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ডায়মন্ড হারবার এফসি।