AFC Cup: এএফসি কাপের ম্যাচ নিয়ে কী বলছেন আবাহনীর সমর্থকরা? পড়ুন

গত কয়েকদিন আগে এএফসি কাপের (AFC Cup) ম্যাচে নেপালের শক্তিশালী দল মাচিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে চলে গিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস।

Dhaka Abahani Supporters

গত মরশুমে অনবদ্য পারফরম্যান্সের পর এবারও যথেষ্ট দাপটের সাথে খেলছে মোহনবাগান। এবারের ডুরান্ড কাপে দাপটের সাথে শুরু করার পরে ইমামি ইস্টবেঙ্গলের কাছে আটকে যেতে হলেও কোয়ার্টার ফাইনালের টিকিট কিন্তু পাকা করে ফেলেছে ময়দানের এই প্রধান। এছাড়াও গত কয়েকদিন আগে এএফসি কাপের (AFC Cup) ম্যাচে নেপালের শক্তিশালী দল মাচিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে চলে গিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস।

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার প্রিলিমিনারি রাউন্ডে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব ঢাকা আবাহনীর বিরুদ্ধে খেলতে বাগান ব্রিগেড। বর্তমানে সেদিকেই এখন নজর সকলের। এক কথায় বলতে গেলে দুই দেশের ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে প্রবল উন্মাদনা তৈরি করেছে এই ম্যাচ। যার কিছুটা প্রভাব এসে পড়েছে শহর কলকাতার বুকে।

বলাবাহুল্য, বাংলাদেশ ক্লাব ফুটবলের নিরিখে এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী এই ঢাকা আবাহনী ফুটবল ক্লাব। এছাড়াও বহু ইতিহাস ও ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ক্লাবের। তবে প্রতিপক্ষ হিসেবে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে যথেষ্ট সমীহ করছেন সকলে। বর্তমানে শহর কলকাতায় থাকা বাংলাদেশী সমর্থকদের কথায়, মোহনবাগান দল ভারতের অত্যন্ত শক্তিশালী একটি ফুটবল ক্লাব। এদের অনেক ইতিহাস ও লড়াই রয়েছে। যা সহজেই সকলকে মুগ্ধ করতে পারে।

তবে আবাহনী ও যথেষ্ট ভালো টিম। তাই শেয়ানে শেয়ানে টক্কর হবে। বাংলাদেশের আরেক ফুটবলপ্রেমী বলেন, এটি বাংলাদেশের যথেষ্ট শক্তিশালী ক্লাব। এই ক্লাবের প্রতিষ্ঠার সঙ্গে শেখ মুজিবুর রহমানের পরিবারের সম্পর্ক রয়েছে। এছাড়াও তারা যথেষ্ট সুশৃঙ্খল ক্লাব। এছাড়াও আবাহনী দলের এক সমর্থক জানান, বাংলাদেশের অন্যতম সেরা ফুটবল ক্লাব এই ঢাকা আবাহনী। এদের টানা তিনবারের লিগ জয়ের রেকর্ড আছে। এছাড়াও গত কয়েক বছর ধরেই সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে আসছে আবাহনী দলের ছেলেরা। তাই কালকের ম্যাচ থেকেও ভালো পারফরম্যান্স আসা করছেন সকলে।

গত এএফসি কাপের ম্যাচে মাচিন্দ্রা এফসির বিপক্ষে জ্বলে উঠেছিলেন দেশীয় তারকা ডিফেন্ডার আনোয়ার আলি। তার করা দুইটি গোলেই এগিয়ে যায় মোহনবাগান। পরবর্তীতে ব্যবধান বাড়ান অজি বিশ্বকাপার জেসন কামিন্স। আগামীকাল ও সেই ফর্ম ধরে রাখতে পারেন কিনা এখন সেটাই দেখার বিষয়।