Mohun Bagan: ভালো পারফরম্যান্স নেই দলের, তবে অনবদ্য ছন্দে দিমিত্রি

গত মরশুমে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। যা নিয়ে খুশির আমেজ দেখা গিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। তারপর সেই…

Dimitri Petratos won the Fan's Goal Of the Week for his wonder-freekick against FC goa

গত মরশুমে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। যা নিয়ে খুশির আমেজ দেখা গিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। তারপর সেই ধারা বজায় রেখেই নয়া ফুটবল মরশুমে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন। এক্ষেত্রে তারা পরাজিত করে দুর্বল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলকে। যা সহজেই মন কেড়েছিল সকলের। পরবর্তীতে সেই ধারা বজায় রেখেই ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুমের সূচনা।

এক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করে এসেছেন অজি তারকা দিমিত্রি পেট্রাতোস (Dimitri Petratos)। বলতে গেলে গত ফুটবল মরশুমের শেষে দলের খেতাব জয়ের ক্ষেত্রে ও অনবদ্য ভূমিকা ছিল তার। যার ফলে একটা সময় গোল্ডেন বুট জয়ের ও অন্যতম দাবিদার হিসেবে ধরা দিয়েছিলেন দিমিত্রি। তবে সেবার তা নিয়ে গিয়েছিলেন ওডিশা দলের তারকা ফুটবলার দিয়াগো মরিসিও।

তবে পরবর্তীতে অর্থাৎ নতুন ফুটবল মরশুম শুরু করার ক্ষেত্রে ও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দিমিত্রি পেট্রাতোসের। বলাবাহুল্য, তার করা এক মাত্র গোলেই এবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। পরবর্তীতে আইএসএলে একের পর এক ম্যাচে প্রতিপক্ষ দলকে ধরাশায়ী করার ক্ষেত্রে ও ব্যাপক গুরুত্ব ছিল এই তারকার।

Dimitri Petratos playing football for Mohun Bagan Club

তবে গত কয়েক ম্যাচ আগে এই দাপুটে ফুটবলারের চোট আসায় যথেষ্ট চিন্তা দেখা দিয়েছিল সকলের মধ্যে। যার প্রভাব ও এসেছিল ব্যাপকভাবে। এএফসি কাপ থেকে শুরু করে আইএসএল, একের পর এক ম্যাচে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল মেরিনার্সদের। তবে পরবর্তীতে সমস্ত চোট সারিয়ে মাঠে ফিরতেই ফের পুরোনো ছন্দে ধরা দেন এই ফুটবলার।

যার প্রভাব আসতে থাকে ম্যাচের মধ্যে। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে একেবারেই ছন্দে নেই মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে পরবর্তীতে এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের মতো ফুটবল দলের কাছে পরাজিত হয়ে এবার হারের হ্যাট্রিক করেছে এই প্রধান। তবুও একক পারফরম্যান্সের ভিত্তিতে এখনো সেরার সেরা দিমিত্রি পেট্রাতোস। যার দরুণ এবার আইএসএলের এগারোতম সপ্তাহের সেরা হিসেবে বিবেচিত হয়েছেন এই অজি ফুটবলার।