Sachin Tendulkar : সচিনের দ্বিশতরান করা মাঠে এখন বসছে গানের আসর

পাতা রয়েছে চেয়ার। দাঁড়িয়ে রয়েছে বড় লরি। অন্যান্য সরঞ্জামও রয়েছে। এই মাঠেই ঐতিহাসিক দ্বিশতরান করেছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সৌজন্যে একটি ছবি…

Sachin Tendulkar

পাতা রয়েছে চেয়ার। দাঁড়িয়ে রয়েছে বড় লরি। অন্যান্য সরঞ্জামও রয়েছে। এই মাঠেই ঐতিহাসিক দ্বিশতরান করেছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সৌজন্যে একটি ছবি উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে মাঠে মধ্যে রাখা হয়েছে চেয়ার, একটা লাল কাপড়। দু’টো লরি দাঁড়িয়ে রয়েছে। ক্রিকেট প্রেমীরা এই মাঠকে খুব ভালো করে চেনেন। গোয়ালিয়রের ক্রিকেট স্টেডিয়াম। সেখানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুশো রান করেছিলেন সচিন তেন্ডুলকর। এখন সেই মাঠে বসছে গানের আসর। 

২৪ ফেব্রুয়ারি, ২০১০ সাল। গোয়ালিয়রের মাঠে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারত করেছিল ৪০১ রান। তাও মাত্র তিন উইকেটে বিনিময়ে। চারশো এক রানের মধ্যে সচিন একাই করেছিলেন অপরাজিত দু’শো রান।

১৪৭ বলে অপরাজিত ২০০ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ইনিংসে ছিল ২৫ টা চার এবং তিনটে ছয়। স্ট্রাইক রেট ১৩৬.০৫। এছাড়া দীনেশ কার্তিক করেছিলেন ৮৫ বলে ৭৯ রান। মহেন্দ্র সিং ধোনি করেছিলেন ৩৫ বলে অপরাজিত ৬৮ রান।

রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। শ্রীশান্ত নিয়েছিলেন তিনটি উইকেট। দু’টি করে উইকেট পেয়েছিলেন আশীষ নেহেরা, ইউসুফ পাঠান, রবীন্দ্র জাদেজা। একটি উইকেট প্রবীণ কুমারের নামে। দক্ষিণ আফ্রিকার তরফে এ বি ডি ভিলিয়ার্স চেষ্টা করেছিলেন। ১০১ বলে অপরাজিত ১১৪ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন তিনি। প্রোটিয়াদের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২৪৮ রানে। তা-ও ৪২.৫ ওভারে।