East Bengal: দেরীতে শুরু হল ইস্টবেঙ্গলের অনুশীলন, নজরে প্রত্যেক ফুটবলার

East Bengal's Special Practice Session

নতুন বছরের শুরুতে সুপার কাপ জিতলেও ইন্ডিয়ান সুপার লিগে এখনো তথৈবচ অবস্থা লাল-হলুদের (East Bengal)।‌ চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে কোনোরকমে ড্র করে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়তে হয়েছে মশাল বাহিনীকে। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল ক্লাব।

Advertisements

তবে ফুটবলারদের চোট আঘাত ও কার্ড সমস্যা যথেষ্ট চাপে ফেলে দিয়েছে দলের কোচকে। গত নর্থইস্ট ম্যাচে হলুদ কার্ড দেখার জন্য আসন্ন ম্যাচে খেলতে পারবেন না দলের অধিনায়ক তথা ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। এছাড়াও চোটের কারণে স্পেনে ফিরে গিয়েছেন দাপুটে ফুটবলার সাউল ক্রেসপো। তাদের অনুপস্থিতিতে মাঝমাঠের লড়াইটা যে অনেকটাই কঠিন হয়ে যাবে ইস্টবেঙ্গল দলের পক্ষে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

তবে সীমিত শক্তি নিয়েই লড়াই চালাবে লাল-হলুদ ব্রিগেড। সুপার কাপের ফাইনালে লাল কার্ড দেখার দরুন আইএসএলের গত দুই ম্যাচ খেলতে পারেননি মাঝমাঠের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার সৌভিক চক্রবর্তী। যার প্রভাব ব্যাপকভাবে টের পেয়েছে ময়দানের এই প্রধান। তাই এবার কিছুটা হলেও স্বস্তি থাকবে দলের মধ্যে।‌ তবে কার্ড সমস্যা থাকায় এই ম্যাচে খেলতে পারবেন না ক্লেটন সিলভা। তাই ফরোয়ার্ড লাইন নিয়ে দেখা দিয়েছে যাবতীয় সমস্যা। তবে পরিস্থিতি বুঝে ফেলিসিওকে ফরোয়ার্ডে আনতে পারেন কোচ।

Advertisements

তবে ম্যাচের আগে বিকেল চারটে নাগাদ অনুশীলন শুরু করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। আসলে নির্ধারিত সময়ের থেকে আরো এক ঘন্টা পিছিয়ে যায় অনুশীলন। যারফলে, কিছুটা দেরীতেই বল পায়ে মাঠে নামে দলের ফুটবলাররা। যতদূর জানা গিয়েছে, দলের প্রত্যেক ফুটবলারদের সঙ্গে পৃথক ভাবে কথা বলেছেন কোচ‌। সকলের সমস্যা ও ভুল ত্রুটি শোধরানোর দিকেই বাড়তি নজর দেন কুয়াদ্রাত। যা নিঃসন্দেহে বড় বদল আনতে পারে দলের পারফরম্যান্সে।