আসন্ন ফুটবল মরশুমের জন্য একেবারে নতুন করে সেজে উঠছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। এক্ষেত্রে পেট্র ক্র্যাটকির উপরেই ভরসা রেখেছে সিটি ম্যানেজমেন্ট। তাঁর নির্দেশেই রিলিজ করে দেওয়া হয়েছে দলের একাধিক ফুটবলারদের। বদলে একাধিক তরুণ প্রতিভাকে দলে যুক্ত করার দিকেই বাড়তি নজর দিয়েছে আগেরবারের আইএসএল জয়ীরা। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে সাহিল পানওয়ারের (Sahil Panwar) নাম।
গত মরশুমে সার্জিও লোবেরার ওডিশা এফসির হয়ে খেলতে দেখা গিয়েছিল এই তরুণ লেফট ব্যাককে। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি ডুরান্ড কাপ ও সুপার কাপে ও খেলেছেন এই ক্লাবের হয়ে। এমনকি এএফসি কাপে একটি গোল ও এসেছে সাহিলের পা থেকে। পাশাপাশি ডুরান্ড কাপে দুইটি অ্যাসিস্ট ও ছিল এই ফুটবলারের। কিন্তু চুক্তি শেষ হওয়ার পর তাঁকে নিয়ে এখনো পর্যন্ত আগ্রহ দেখায়নি জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব।
সেই সুযোগ কাজে লাগিয়েই নাকি সাহিলকে দলে টানতে চাইছে রণবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। এখনো পর্যন্ত তার আসার কথা চূড়ান্ত না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। উল্লেখ্য, গত বছর আইএসএল চ্যাম্পিয়ন হলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছে লিগশিল্ড। তাই এবার আর আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া হবে না পেট্র ক্র্যাটকির ছেলেদের।
যা কিছুটা হলেও হতাশ করেছিল সমর্থকদের। কিন্তু পুরনো সমস্ত কিছু ভুলে নিজেদের হারানো খেতাব ফিরিয়ে আনাই অন্যতম লক্ষ্য মুম্বাই সিটির। গত কয়েকদিনে জন টোরালের পাশাপাশি লালহিমপুইয়ার মতো ফুটবলারদের দলে টেনেছে ক্লাব। আগত সিজনে এই তারকাদের সামনে রেখেই প্রথম একাদশ সাজাতে পারেন কোচ।