Qatar WC: VAR সিস্টেম নিয়ে কোচ এলকো সাতোরির টুইট পোস্ট ভাইরাল

18
Coach Eelco Schattorie

৩৬ বছর আগে বিশ্বকাপ (Qatar WC) ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এরপর একের পর এক বিশ্বকাপ এসেছে এবং গিয়েছে, মারাদোনার হাত ঘুরে আলবেসেলেস্তেদের মুখ এখন লিওনেল মেসি। কাপযুদ্ধে দীর্ঘ সাড়ে তিন দশকের খড়া কাটাতে নেমে খেলার প্রথমার্ধের শেষে১-০ গোলের লিড নিয়েছে আর্জেন্টিনা, সৌদি আরবের বিরুদ্ধে।

এই গোলের সংখ্যা বাড়তে পারত, বাধ সাধলো VAR পদ্ধতি। খেলা চলাকালীন পোড়খাওয়া কোচ এলকো সাতোরির টুইট পোস্ট এই VAR পদ্ধতি নিয়ে,যা সোশাল মিডিয়াতে ভাইরাল।

সাতোরির ভাইরাল ওই টুইট পোস্টে লেখা,”যারা VAR নিয়ে অভিযোগ করেন!!! ভিএআর না থাকলে আর্জেন্টিনা এখন ৩-০ তে এগিয়ে থাকত। চমৎকার প্রযুক্তি।”খেলার ১০ মিনিটে পেনাল্টি থেকে ফুটবলের ক্ষুদে জাদুকর লিও মেসি গোল করার সাথে সাথে এক অনন্য মাইলস্টোন ছুঁয়ে ফেললো। প্রথম আর্জেন্টাইন হিসেবে চার বিশ্বকাপে গোল করলেন মেসি ২০০৬,২০১৪, ২০১৮,২০২২ টানা চারবার এমন নজিরের মালিক এখন মেসি।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)