ইংলিশ প্রিমিয়ার লীগের মতো টুর্নামেন্টে রেফারির চরম বিতর্কিত সিদ্ধান্ত

ভারতীয় ফুটবলে রেফারির মান নিয়ে হামেশা প্রশ্ন ওঠে। এবারেও বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার কেন্দ্রে ছিলেন ভারতীয় রেফারিরা। ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকে বিদেশি রেফারি দিয়ে ম্যাচ…

English Premier League

ভারতীয় ফুটবলে রেফারির মান নিয়ে হামেশা প্রশ্ন ওঠে। এবারেও বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার কেন্দ্রে ছিলেন ভারতীয় রেফারিরা। ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকে বিদেশি রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করার দাবি জানিয়ে থাকেন। এবার বিদেশের মাটিতেই রেফারির চরম বিতর্কিত সিদ্ধান্ত।
ম্যানচেস্টার সিটি বনাম টটেনহ্যাম ম্যাচের ( English Premier League) শেষ মুহূর্তে বিতর্ক।  রেগে গিয়ে রেফারির দিকে প্রায় তেড়ে গিয়েছিলেন এরলিং হালান্ড। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বির্তকের কাছে গিয়েও যাননি।

ইংলিশ প্রিমিয়ার লীগের এই ম্যাচে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। দুই দলই করেছে তিনটি করে গোল। এমন সময় ম্যানচেস্টার সিটির ফুটবলারের সামনে চলে এসেছিল এক বনাম একের পরিস্থিতি। আর তখনই বাজল রেফারির বাঁশি। মাঠে উপস্থিত সিটি ফুটবলাররা ছুটে যান রেফারির কাছে। সিটি প্লেয়ার, ফুটবল সমর্থকদের অনেকে ক্ষুব্ধ। ইংলিশ প্রিমিয়ার লীগে রেফারির মান নিয়ে আবারও উঠল প্রশ্ন ।

   

ম্যাচের স্কোরলাইন ৩-৩। শেষ বাঁশি বাজতে আর কিছুক্ষণ বাকি। তার আগে মাঝমাঠে বল পেয়ে গিয়েছিলেন এরলিং হালান্ড। পিছন থেকে ট্যাকেল করেন প্রতিপক্ষ ফুটবলার। খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেন রেফারি। কোনো রকমে টাল সামনে হালান্ড বল বাড়িয়ে দেন ফরোয়ার্ড রান করা জ্যাক গ্রিলিসের দিকে। দুই ফুটবলারের মাঝখান দিয়ে দৌড়ে বল নিয়ে ফাঁকা জমি পেয়ে গিয়েছিলেন গ্রিলিস। সামনে শুধু গোলকিপার। তখনই বাঁশি বাজিয়ে খেলা থামানোর নির্দেশ রেফারির। ব্যাপারটা ঠিক কী ঘটল? ম্যাচের পর পেও গার্দিওলা বললেন, “আমি নিজেও বুঝতে পারছি না।”