চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচের ফলাফল বিশ্লেষণ ইস্টবেঙ্গল কর্তার

গতকাল চেন্নাইয়িন (Chennaiyin FC) দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লাল-হলুদ (East Bengal) শিবির। প্রথমদিকে সেই আগের মতো এক গোলের ব্যবধানে…

Debabrata Sarkar, East Bengal Club official, speaking to the media

গতকাল চেন্নাইয়িন (Chennaiyin FC) দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লাল-হলুদ (East Bengal) শিবির। প্রথমদিকে সেই আগের মতো এক গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও পরবর্তীতে তা ধরে রাখতে ব্যর্থ থাকে কলকাতার এই প্রধান। সুযোগ বুঝে ঘরের মাঠে সমতায় ফিরে অমীমাংসিত ভাবে শেষ হয় গতকালের এই ম্যাচ। সম্পূর্ণ সময়ের শেষে খেলার ফলাফল থাকে ১-১ গোল। প্রথমে লাল-হলুদের হয়ে আত্মঘাতী গোল করে বসেন আয়ূষ অধিকারী।

পরবর্তীতে চেন্নাইন দলের জার্সিতে একটি মাত্র গোল করেন নিনথোই মিতেই। এই ম্যাচের পর ৭ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সাত নম্বরেই দাঁড়িয়ে থাকল ওয়েন কোয়েলের চেন্নাইন দল। অন্যদিকে, চেন্নাইন ফুটবলারদের দয়ায় এক পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দশ নম্বর থেকে নয় নম্বরে উঠে আসল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

তবে দলের খেলায় একেবারেই খুশি নয় কেউ। আসলে প্রথমার্ধে এগিয়ে থাকলেও পরবর্তীতে যেন একেবারেই অন্যভাবে দেখা গিয়েছে দলকে। যেখানে দলের ফুটবলারদের ভুল বোঝাবুঝির পাশাপাশি ডিফেন্ডার নিষ্ক্রিয়তা ও নজর কেড়েছে সকলের। এমন সুযোগ নিয়েই পরবর্তীতে গোল করে দলকে সমতায় ফিরিয়েছে চেন্নাইন দলের ফুটবলার। যা কিছুতেই মেনে নিতে পারছেন না দলের ফুটবলারা। এসবের মাঝেই এবার ইস্টবেঙ্গল দলের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকার।

তিনি বলেন, কপাল আমাদের সঙ্গ দিচ্ছে না। সবাই মিলে আমাদের জন্য প্রার্থনা করুন। যাতে খুব তাড়াতাড়ি আমাদের পরিস্থিতি ফেরে। আজ আমাদের দল যে গোলটা খেয়েছে তা সম্পূর্ণ একটা ছোটো ভুল বোঝাবুঝি থেকে। তবে কিছু করার নেই। পুরোটাই খেলার অঙ্গ। মেনে নিতে হবে। তবে একটা ম্যাচ জিতলে দলটা আবার ঘুরে দাঁড়াবে। এই ম্যাচে আমরা আশা করেছিলাম। তবে হলনা যখন পরবর্তীতে ঘরের মাঠে আমাদের খেলা রয়েছে। সেখানেই জয় পাওয়ার জন্য লড়াই করতে হবে।