Katsumi Yusa: ‘তাড়াতাড়ি গাড়িতে তোলো’, ১৫ মিনিটে শেষ কাতসুমির ট্রায়াল

   সার্জারির পর আবার মাঠে ফিরেছেন সুব্রত ভট্টাচার্য (পটলা)। আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য ইস্টার্ন রেলের দায়িত্বে রয়েছেন। কথা হচ্ছিল তাঁর দীর্ঘ কোচিং কেরিয়ার নিয়ে।…

Katsumi Yusa
  

সার্জারির পর আবার মাঠে ফিরেছেন সুব্রত ভট্টাচার্য (পটলা)। আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য ইস্টার্ন রেলের দায়িত্বে রয়েছেন। কথা হচ্ছিল তাঁর দীর্ঘ কোচিং কেরিয়ার নিয়ে। ২০০৮ সাল থেকে এখন ২০২৪, ষোলো বছরে অনেক ঘটনার সাক্ষী থেকেছেন সুব্রত। যার মধ্যে কিছু সংবাদ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত, কিছু অপ্রকাশিত। সুব্রত ভট্টাচার্যের সঙ্গে আলোচনাকালে উঠে এসেছিল কাতসুমি ইউসার (Katsumi Yusa) কথা।

   

Armando Sadiku: গ্যালারিতে বসে আলবেনিয়ার গোল দেখলেন সাদিকু

মোহনবাগান সমর্থকদের কাছে কিংবদন্তি তুল্য জাপানের এই ফুটবলার। কাতসুমির মোহনবাগান অধ্যায় বহু আলোচিত। কিন্তু তাঁর প্রথম ভারতে আগমন, ট্রায়াল, সিলেকশন ইত্যাদি কেমন ছিল? সুব্রত জানিয়েছেন, “আমার এক পরিচিত এজেন্ট প্রথম কাতসুমির কথা বলেছিল- জাপানের একটা ফুটবলার রয়েছে। ট্রায়ালে একবার দেখে নিও।” সুব্রত দেরি করেননি। ট্রায়ালে ডেকে নিয়েছিলেন তখনকার অখ্যাত জাপানি ফুটবলারটিকে।

২০১১ সালের কথা। কাতসুমি ইউসার নাম ভারতীয় ফুটবল প্রেমীরা তখনও হয়তো শোনেননি। সুব্রত ভট্টাচার্য (পটলা) তখন ওএনজিসি’র কোচ। কাতসুমিকে ডেকে নিয়েছিলেন ট্রায়ালে। “কাতসুমি কোন জাতের প্লেয়ার সেটা বুঝতে অসুবিধা হয়নি। ক্লাবকে বলেছিলাম ‘একে তাড়াতাড়ি গাড়িতে তোলো। নাহলে অন্য ক্লাব হাইজ্যাক করে নেবে। পনেরো মিনিটের মধ্যে শেষ কাতসুমি ইউসার ট্রায়াল,” বলেছেন সুব্রত।

East Bengal: আরও এক স্ট্রাইকারকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল!

২০১১-১৩ পর্যন্ত ওএনজিসি’র হয়ে খেলেছিলেন কাতসুমি। পঞ্চাশের বেশি ম্যাচ খেলে করেছিলেন বেশ কিছু গোল। এরপর বাকিটা ইতিহাস। ওএনজিসি’র পর মোহনবাগান। জাপানি ফুটবলারের কেরিয়ারে সোনালী অধ্যায়। সবুজ মেরুন জার্সিতে একশোর বেশি ম্যাচ, প্রচুর গোল। বাগানের হয়ে আই লিগ, ফেডারেশন কাপ জয়। পরে ইস্টবেঙ্গল সহ ভারতের একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। বর্তমানে ভারতীয় ফুটবলের সঙ্গে একাধিক নামীদামী ফুটবল যুক্ত। তবুও ভারতীয় ফুটবল প্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল কাতসুমি ইউসা।