টেস্ট ক্রিকেটে ডেভিড ওয়ার্নার (David Warner ) সেঞ্চুরির দেখা পাননি তিন বছর। মেলবোর্ন ক্রিকেটে গ্রাউন্ডে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেমেই সে খরা কাটালেন অজি ওপেনার। সেইসাথে কয়েকটি রেকর্ডও নিজের করে নিলেন।
দশম ক্রিকেটার হিসেবে ১০০তম ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন ওয়ার্নার। সেই সঙ্গে ১০০তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকানো দ্বিতীয় অজি ব্যাটারও ওয়ার্নার। এর আগের কৃতিত্ব ছিল সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের। তবে পন্টিংই একমাত্র খেলোয়াড় যিনি ১০০তম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান। ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার গর্ডন গ্রিনিজ তাদের শততম ওয়ানডে ও টেস্টে সেঞ্চুরি হাকিয়েছে।জো রুটের পরে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাকিয়েছে।
শততম টেস্টে শতরান ওয়ার্নারের। ওয়ার্নারকে সবাই টি টোয়েন্টিতেই দেখতে অভ্যস্ত। টেস্ট ব্যাটিং স্কিল নিয়ে আলোচিত হয় না ওয়ার্নার। ২৫টা সেঞ্চুরি হয়ে গেলো। ৮,০০০ রানও হয়ে গেলো টেস্টে। ১০০টা টেস্টও খেলে ফেললো। সেই বল বিকৃতি কাণ্ডের পর ওয়ার্নার অনেক পরিপক্ব হয়েছে। টেস্টে ওয়ার্নার বড় মহারথী। তিনটে সেঞ্চুরি হাতছাড়া করেছে আগে। ৯৪ রান, ৯৫ রান, ৯৭ রান। এই মূহূর্তে টেস্টে এক নং ওপেনার ওয়ার্নারই। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ার্নারকে রোখা কঠিনতম। সিডনি, মেলবোর্ন, পারথ, অ্যাডিলেড, ব্রিসবেন। ৫টা মেন মেন ভেন্যুতেই সেঞ্চুরি করেছে ডেভিড ওয়ার্নার।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৬টি চার এবং ২টি ছক্কার সাহায্য ২৫৪ বলে ২০০ রান করেই ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার। এটা তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি।
অ্যাক্টিভ খেলোয়াড়দের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ডাবল সেঞ্চুরি করেছেন:
• বিরাট কোহলি – ৭
• জো রুট – ৫
• স্টিভ স্মিথ – ৪
• কেন উইলিয়ামসন – ৪
• ডেভিড ওয়ার্নার – ৩
• চেতেশ্বর পূজারা – ৩
• মুশফিকুর রহিম – ৩