কেরালা ব্লাস্টার্সের এই দুর্দান্ত ফুটবলারকে দলে নিতে চলেছে ATK Mohun Bagan

জানুয়ারি ট্রান্সফার উইন্ডো সংক্রান্ত বড়ো আপডেট বেড়িয়ে এলো এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) কেন্দ্র করে। ইতিমধ্যে জানা গিয়েছে উরুগুয়ের তারকা ফুটবলার ফ্রেডরিকো গ‍্যালাগোকে দলে নিতে…

Puitea

জানুয়ারি ট্রান্সফার উইন্ডো সংক্রান্ত বড়ো আপডেট বেড়িয়ে এলো এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) কেন্দ্র করে। ইতিমধ্যে জানা গিয়েছে উরুগুয়ের তারকা ফুটবলার ফ্রেডরিকো গ‍্যালাগোকে দলে নিতে চলেছে এটিকে মোহনবাগান।তবে সবুজ মেরুন শিবিরে গ‍্যালাগোর যোগদান করা নিয়ে বর্তমানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তার আসায় খুশি, কেউ কেউ নন।

শোনা যাচ্ছে ২৪ বছর বয়সী ভারতের সেন্ট্রাল মিডফিল্ডারের ফুটবলার পুইটিয়াকে দলে নিতে চায় এটিকে মোহনবাগান। বর্তমানে কেরালা ব্লাস্টার্স দলের সদস্য এই পুইটিয়ার উপর এখন সমস্ত রকম নজর এটিকে মোহনবাগান ম‍্যানেজমেন্টের। কেরালা ব্লাস্টার্সের এই ভারতীয় মিডফিল্ডারের চুক্তি রয়েছে ২০২৩ সালের ৩১ মে অবধি।

   

জুন মাসের থেকে এটিকে মোহনবাগানে চুক্তি সই করবেন পুইটিয়া। আইএসএলে খেলার বিশাল অভিজ্ঞতা আছে তার, কেরালা ব্লাস্টার্স ছাড়া নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছিলেন তিনি।বিভিন্ন সূত্রের মারফত জানা গিয়েছে আগামী মরশুমের জন্যে পুইটিয়াকে দলে নিতে চলেছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।বর্তমানে দীপক টাংরির যা পারফরম্যান্স, তার নিরিখে পুইটিয়া বেশ ভালো বিকল্প সে কথা বলার অপেক্ষা রাখেনা।গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন পুইটিয়া।কিন্তু বর্তমানে ঠিক ঠাক গেমটাইম টা পাচ্ছেন না তিনি কেরালা ব্লাস্টার্সে।

এদিকে এটিকে মোহনবাগানের থিম সংকে কেন্দ্র করে নতুন বিতর্ক দানা বেঁধেছে।গোটা বাংলা রুপম ইসলামের গান কতোটা ভালোবাসে সেটা আলাদা করে কিছু বলার নেই।তার গানের অনুরাগী প্রচুর পরিমাণে।এবার সেই জনপ্রিয় গায়ক প্রবল ভাবে সমালোচিত হচ্ছেন ময়দানে,এটিকে মোহনবাগানের থিমসং গাওয়া কে কেন্দ্র করে।

খুব সম্প্রতি এটিকে মোহনবাগানের থিম সং গেয়েছিলেন রুপম ইসলাম। রুপমের গাওয়া সেই গান গুলি এটিকে মোহনবাগানের হোম ম‍্যাচ চলাকালীন বাজানো হচ্ছে।তবে সেই গান ‘এটিকে মোহনবাগান’ বলেই গাইছেন রুপম।আর এই ব‍্যাপারটা নিয়েই সরব হয়ে উঠেছে সবুজ মেরুন ভক্তরা।