এখন দলবদলের সময়। প্রিয় দলের প্রিয় ফুটবলারও যোগ দিতে পারেন প্রতিদ্বন্দ্বী ক্লাবে। ফুটবল বিশ্বে এমন উদাহরণ প্রচুর রয়েছে। এমনও অনেক ফুটবলার রয়েছেন যাঁরা ক্লাব বদলের পর হয়েছেন সমর্থকদের নয়নের মণি। এমনই একজন ড্যানিয়েল চিমা চুকুউ। আগামী মরশুমে (ISL) কোন দলে খেলবেন তিনি?
এখনও পর্যন্ত যা আপডেট তাতে সামনের মরশুমে জামশেদপুর এফসিতেই তাঁর থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দলবদলের সম্ভাবনা যে একেবারেই নেই এমনটা হলফ করে বলা যাচ্ছে না। আপাতত ইস্পাত নগরীর দলে আগামী মরশুমে তিনি থাকবেন এমন সম্ভাবনা এখনও রয়েছে।
এসসি ইস্টবেঙ্গলের হাত ধরে এসেছিলেন ইন্ডিয়ান সুপার লিগে। কিন্তু লাল হলুদ জার্সিতে তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মরশুমের মাঝপথেই তাঁকে রিলিজ করে দিয়েছিল ক্লাব। চিমাকে এক প্রকার লুফে নিয়েছিল জামশেদপুর এফসি।
ইন্ডিয়ান সুপার লিগের ওয়েব সাইটে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী টুর্নামেন্টে ড্যানিয়েল চিমা খেলেছেন ২১ টি ম্যাচ। করেছেন ৯ টি। গোল করানোর ক্ষেত্রেও সরাসরি অবদান রেখেছেন । প্রয়োজনে দলের রক্ষণেও সাহায্য করতে পারেন। ১৮ টি ক্লিয়ারেন্স এবং ১০ টি ক্ষেত্রে করেছেন ইন্টারসেপশন।