Deepak Chahar: “পরিবেশটাই অন্য রকম,” সিএসকের প্রশংসা চাহারের মুখে

এম এস ধোনির নেতৃত্বে এই নিয়ে দশ বার ফাইনালে পৌঁছালো চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে সেভাবে কিছু করতে না পারলেও প্রতিবারের মতন এবারেও ক্রিকেট ভক্ত…

CSK's Deepak Chahar Hails Unparalleled Atmosphere: A Testament to Team Spirit

এম এস ধোনির নেতৃত্বে এই নিয়ে দশ বার ফাইনালে পৌঁছালো চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে সেভাবে কিছু করতে না পারলেও প্রতিবারের মতন এবারেও ক্রিকেট ভক্ত এবং বিশেষজ্ঞদের মন জিতে নিয়েছেন “অধিনায়ক” ধোনি। শ্রীলঙ্কার মথিশা পাথিরানাকে যেভাবে দলে ব্যবহার করেছেন ধোনি, তা সত্যিই প্রশংসনীয়। তবে এসব নতুন কিছু নয় ধোনির কাছে। ছেলেদের শিখিয়ে পড়িয়ে দলের উপযোগী করে তোলায় ওস্তাদ ধোনি। এবং তারই জলজ্যান্ত উদাহরণ দীপক চাহার (Deepak Chahar )।

এই দীপক চাহারই আইপিএল ফাইনালের আগে এক সাক্ষাৎকারে সিএসকের অন্দরমহল নিয়ে কিছু বিষয়ে আলোকপাত করে গেলেন। জানালেন, চেন্নাইয়ের সাফল্যের পিছনে ধোনির অবদান।

গৌরব কপূরের “ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস”-এ দীপক জানান, “পরিবেশটাই অন্যরকম। যেমন, এখানে সবকিছু ঐচ্ছিক। কেউ তোমাকে কিছু বলবে না যে ‘তুমি অনুশীলনে যাও। তুমি জিমে যাও।’ আপনি একজন পেশাদার। আপনাকে কী করতে হবে তা দেখার দায়িত্ব একান্তই আপনার। আপনি চাইলে অনুশীলন করতে পারেন। অথবা আগামীকাল করুন, অথবা আপনি যদি না চান তাহলেও ঠিক আছে। আপনি বিশ্রাম নিতে চান, এটাও ঠিক আছে। তবে একটা বিষয় নিশ্চিত, মাঠে ভালো খেলতে হবে।” তিনি আরো বলেন যে দল হেরে গেলেও কেউ কিছু টের পাবে না। এটা বিশেষত ধোনির শান্তশিষ্ট স্বভাবের জন্যই হয়।

দীপক বলেন, “ম্যাচ হারলেও কেউ এসে আপনার দিকে আঙুল তুলবে না। মাহি ভাইও কিছু বলে না। আমরা এক ছর ভালো খেলতে পারিনি কিন্তু পরিবেশ তখনও ভালো ছিল। কারো ওপর কোনো চাপ নেই। আরেকটি বড় কারণ মাহি ভাই। আমি যখন প্রথম সিএসকে-তে আসি, আমি লক্ষ্য করেছি যে তিনি সবসময় টিম ডিনারের সময় জুনিয়রদের সাথে বসেন। যদি ও মনে করে যে ওটাই সঠিক, তাহলে সেটার সাথেই লেগে পড়ে থাকবে।”