Tushar Deshpande: মুম্বইয়ে বিয়ে সারলেন সিএসকে তারকা তুষার দেশপান্ডে

Tushar Deshpande Ties the Knot

রুতুরাজ গায়েকওয়াডের পর এবার বিয়ে করলেন চেন্নাই সুপার কিংসের আরেক সদস্য- তুষার দেশপান্ডে (Tushar Deshpande)। বিয়ে করলেন তাঁর স্কুলের বান্ধবী নাভা গদ্দামওয়ার। সোমবার মুম্বইতে এলাহী আয়োজন করে বিয়ে করেন দুজন। তাঁর ইনস্টাগ্রামে বিয়ের পোস্ট করে লেখেন, “সে স্কুল ক্রাশ থেকে স্ত্রীতে উন্নিত হল।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেন্নাইয়ের আরেক তারকা শিবম দুবে। সুর্য কুমার যাদব, সিমরণজীৎ সিং, দীপক চাহার এবং সদ্য বিবাহিত রুতুরাজ গায়েকওয়াডও অভিনন্দন জানান তুষারকে।

   

২০২৩ আইপিএল ফাইনালে চেন্নাইয়ের হয়ে গুজরাট টাইটানসের বিরুদ্ধে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। শুরুটা ভালো না দিলেও টুর্নামেন্ট এগোতেই সুধরে নেন নিজেকে। সিএসকের হয়ে সর্বোচ্চ উইকেট রয়েছে তাঁর। ১৬ ম্যাচ খেলে ২১টি উইকেট নেন তিনি

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন