Mohammedan SC: অনবদ্য ছন্দ, আইলিগে ভাগ্য নির্ধারণের ম্যাচ মহামেডানের

Mohammedan SC Triumphs Over Srinidhi Deccan

আগের মরশুমে একেবারে হতশ্রী পারফরম্যান্স থেকেছে মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan SC)। সেজন্য, কলকাতা লিগ ছাড়া তেমন কোনও বড় ট্রফি আসেনি তাদের। সময় বদলেছে। মেহেরাজউদ্দিন ওয়াডুকে সরিয়ে আরো একবার দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের হাতে। তারপর থেকেই আগুন তেজে জ্বলতে শুরু করে ময়দানের এই তৃতীয় প্রধান।

প্রথমেই ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়েন্টস মতো ক্লাবকে পিছনে ফেলে কলকাতা ফুটবল লিগ ঘরে তোলে সাদা-কালো ব্রিগেড। এক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখায় তরুণ ফুটবলার ডেভিড লালাসাঙ্গা। এই ফুটবল লিগে সর্বাধিক গোলদাতা হিসেবে ও উঠে আসেন এই মনিপুরী ফুটবলার। পরবর্তীতে সেই ধারা বজায় থাকে দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ তথা আইলিগ। সময় যত এগোচ্ছে ট্রফি জয় সম্ভাবনা ততোই বাড়ছে মহামেডানের।

   

বর্তমানে ১৫ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে দল। যারফলে, পয়েন্ট টেবিলের বাকি সকলকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে সাদা-কালো শিবির।‌ তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে শক্তিশালী দল গোকুলাম কেরালা। এক ম্যাচ বেশি খেলে তাদের ঝুলিতে রয়েছে ৩২ পয়েন্ট। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদের শক্তিশালী ফুটবল ক্লাব শ্রীনিধি ডেকান। ১৫ ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে ৩২ পয়েন্ট। অর্থাৎ ময়দানের এই প্রধানের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে এই ফুটবল ক্লাব। বর্তমানে যা পরিস্থিতি তাতে আইলিগের আসন্ন দুইটি ম্যাচ বদলে দিতে পারে সমস্ত সমীকরণ। এবারের আইলিগে মহামেডানের ভাগ্য নির্ধারণের ম্যাচ ও বলা যায়।

আগামী ২৯ শে ফেব্রুয়ারি শক্তিশালী শ্রীনিধি ডেকানের মুখোমুখি হবে ব্ল্যাক প্যান্থার্সরা। ডেকান এরিনায় প্রতিপক্ষ দল যে অনেকটাই শক্তিশালী থাকবে তা ভাল মতই জানেন সাদা-কালো কোচ। সেইমতো অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে ব্যারেটোর মত ফুটবলারদের দিকে বাড়তি নজর থাকবে সকলের। তারপর ৩রা মার্চ শক্তিশালী গোকুলাম কেরালার বিপক্ষে খেলতে হবে ছেলেদের। এই দুই ম্যাচ জিততে পারলেই আইলিগের আরও অনেকটাই কাছে চলে যাবে রেডরোডের এই ক্লাব। এখন সেদিকেই তাকিয়ে সকলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন