East Bengal: চেন্নাইয়িন ম্যাচে অনিশ্চিত লাল-হলুদের এই বিদেশি ফুটবলার

আইএসএলের দ্বিতীয় লেগের শুরু থেকেই ছন্দ হারাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেড হোক কিংবা পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি। সকলের…

Alexander Pantic

আইএসএলের দ্বিতীয় লেগের শুরু থেকেই ছন্দ হারাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেড হোক কিংবা পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি। সকলের বিপক্ষেই কার্যত ধরাশায়ী হতে হয়েছে তাদেরকে। পরবর্তীতে হায়দরাবাদ এফসির বিপক্ষে জয় আসলেও তা স্থায়ী থাকেনি।

আরও পড়ুন: Fact Check: হাবাসকে সরিয়ে মোহনবাগানে আন্দ্রে ভিলাস বোয়াস? জানুন সম্ভাবনা কতটা

গত ম্যাচে তাদের পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে। নন্দকুমার শেখরের গোলে এগিয়ে থাকলেও পরবর্তীতে ছন্নছাড়া ডিফেন্সের খেসারত দিতে হয় ইস্টবেঙ্গল দলকে। এসবের মাঝেই এবার ওয়ান কোয়েলের চেন্নাইয়িন এফসির বিপক্ষে খেলতে হবে মহেশদের। তবে এই ম্যাচে মাঠে নাও থাকতে পারেন নয়া বিদেশি ফুটবলার আলেকজান্ডার প্যান্টিচ।

আরও পড়ুন: Shubman Gill: ভারতের গলার কাঁটা হয়ে উঠেছে এই ব্যাটসম্যান!

হ্যাঁ একেবারেই ঠিক শুনছেন। চলতি মরশুমে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে আইএসএলের অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে গুরুতর চোট পান দলের স্প্যানিশ ডিফেন্ডার অ্যান্তোনিও পার্দো লুকাস। একেবারে ছিটকে যেতে হয় মরশুম থেকে। সেজন্য, তার বিকল্প হিসেবে গত কয়েক সপ্তাহ আগেই দলে আনা হয় সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্ডার প্যান্টিচকে। বলতে গেলে নিজেকে ম্যাচফিট করার জন্য এখনো পর্যন্ত খুব একটা সময় পাননি তিনি। এসবের মাঝেই গত জামশেদপুর ম্যাচে প্রায় পুরো সময়টাই খেলেছিলেন তিনি। আজ সাইড লাইনে তাকে রিকভারি সেশনে দেখা গেলেও দলের সঙ্গে কিন্তু অনুশীলনে থাকেননি তিনি।

আরও পড়ুন: East Bengal : চেন্নাইন ম্যাচের আগে ক্ষোভ উগড়ে দিলেন কুয়াদ্রাত, কী বলছেন?

হয়তো নিজেকে পুরোপুরি ম্যাচ ফিট করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ফুটবলার। তাই আসন্ন চেন্নাইয়িন ম্যাচে হয়তো তাকে নামাবেন না কার্লোস কুয়াদ্রাত। সেক্ষেত্রে বদল আসতে পারে দলের রক্ষণভাগে।  অন্যদিকে, ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি সিচুয়েশন প্র্যাকটিস হোক কিংবা পাসিং ফুটবল, সবকিছুই করতে দেখা দিয়েছে দলের বাকি ফুটবলারদের। মূলত, চেন্নাইয়িন দলের মাঝমাঠ ও আক্রমণভাগ থামাতে খেলোয়ারদের সঙ্গে বিশেষ আলোচনা করতে দেখা যায় লাল-হলুদের হেড স্যারকে।