Chennaiyin FC vs FC Goa: দুই বাঙালির কাঁধে থাকতে পারে গুরু দায়িত্ব

Chennaiyin FC vs FC Goa

আর কিছুক্ষণ পরেই জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হবে এবারের ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় প্লে অফের ম্যাচ। চেন্নাইন এফসি (Chennaiyin FC) নয়তো এফসি গোয়া (FC Goa), যে দল জিতবে সেই দল চলে যাবে সেমিফাইনালে। প্লে অফের আজকের ম্যাচে গুরু দায়িত্ব পালন করতে হতে পারে দুই বাঙালিকে।

Advertisements

   

প্রায় তিন বছর পর ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফে ফিরেছে এফসি গোয়া। মরসুমের প্রাথমিক পর্বে ৪৫ পয়েন্ট আদায় করে নিয়েছিল এফসি গোয়া। এক সময় শিল্ড জয়ের অন্যতম দাবিদার ছিল তারা। অধরা আইএসএল কাপ এবার জিতবে চাইছে এফসি গোয়া। মেন ইন অরেঞ্জ আজকের ম্যাচে মাঠে নামবে বাড়তি তাগিদ নিয়ে। অরেঞ্জ ব্রিগেডকে রুখে দেওয়ার কাজে নিযুক্ত থাকতে পারেন চেন্নাইন এফসির দেবজিৎ মজুমদার ও অঙ্কিত মুখার্জি।

সেমিফাইনালে ওঠার জন্য দুই দলেরই জয়ের প্রয়োজন। শনিবার ফতোরদায় ম্যাচ শেষ হওয়ার হওয়ার পরেই বোঝা যাবে কোন দল মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলবে সেমিফাইনাল। চেন্নাইন এফসি চলতি মরসুমে বারংবার ভুগেছে ধারবাহিকতার অভাবে। প্লে অফে পর্বে দল আদৌ যেতে পারবে কি না সেজন্য তাকিয়ে থাকতে হয়েছিল অন্য দলের দিকে। শেষ পর্যন্ত তারা পেরেছে।

Advertisements

চাপের মুখে মোহনবাগান সুপার জায়ান্টের মতো দলের বিরুদ্ধে জয়লাভ করেছে চেন্নাইন এফসি। সবুজ মেরুন তরীকে রুখে দেওয়ার পিছনে অন্যতম কারিগর ছিলেন দেবজিৎ মজুমদার। মোহনবাগানের বিরুদ্ধে একের পর এক গোল বাঁচিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন তাঁকে কেন বলা হয় ‘সেভজিৎ’।

অন্য দিকে চেন্নাইন এফসির অপর ফুটবলার অঙ্কিত মুখার্জিও নিজের প্রতিভার পরিচয় দিতে চাইবেন আরও একবার। চেন্নাইন এফসির হয়ে একাধিক গোল রয়েছে তাঁর নামের পাশে।

সম্ভাব্য প্রথম একাদশ: দেবজিৎ মজুমদার (গোলরক্ষক), অঙ্কিত মুখার্জি, বিকাশ ইয়ুমনাম, রায়ান এডওয়ার্ডস (অধিনায়ক), আকাশ সাঙ্গওয়ান, কনর শিল্ডস, জিতেশ্বর সিং, ভিন্সি ব্যারেটো, রাফায়েল ক্রিভেলারো, ফারুখ চৌধুরী, জর্ডান মারে।