Cristiano Ronaldo : কন‍্যার নাম প্রকাশ‍্যে আনলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সদ‍্যোজাত কন‍্যার নাম প্রকাশ‍্যে আনলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তার সঙ্গিনী জর্জিনা রডরিগেজ।গত ১৮ ই এপ্রিল জন্মগ্রহণ করেছে রোনাল্ডোর কন‍্যা সন্তান, রোনাল্ডো তার নাম রেখে বেলা এসমেরাল্ডা।ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে এই খবর শেয়ার করেছেন জর্জিনা।এই নামের আক্ষরিক অর্থ “সুন্দর”।

Advertisements

গত সপ্তাহে নিজের মেয়ের ছবি জনসমক্ষে এনেছিলেন রোনাল্ডো।ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবির শীর্ষকে রোনাল্ডো লিখেছিলেন “আজীবনের ভালোবাসা “।এবার তার নাম প্রকাশ‍্যে আনলেন রোনাল্ডোর সঙ্গীনি জর্জিনা।

   

সদ‍্য খারাপ সময় গেছে রোনাল্ডোর, যমজ সন্তানের পিতা হতেন তিনি,কিন্তু তার সদ‍্যোজাত পুত্র সন্তানটির মৃত্যু ঘটেছিল।এই দুর্ঘটনার পরের দিন ২১ শে এপ্রিল, জর্জিনা কন‍্যা সন্তান সহ বাড়ি ফেরেন।পরবর্তী সময়ে ম‍্যান ইউ তারকা পাঁচ সন্তান সহ সপরিবারে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

ছবিটির ক‍্যাপশানে রোনাল্ডো লেখেন,

” হোম সুইট হোম।জিও এবং আমাদের কন‍্যা সন্তান অবশেষে আমাদের সাথে আছে।সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য।তোমাদের সাপোর্ট’টা আমাদের খুবই প্রয়োজন,আপনাদের ভালোবাসায় আমাদের গোটা পরিবার অভিভূত।”