৩ বল খেলেই মাঠ ছাড়েন গিল, আর খেলতে পারবেন? জানাল বোর্ড

shubman-gill-injury-update-eden-gardens-india-vs-southafrica-test

ইডেন গার্ডেনে ভারতীয় শিবিরে শনিবার সকাল থেকেই তৈরি হয়েছে শঙ্কার পরিবেশ। টেস্ট ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৩ বল খেলেই চোট পেয়েছেন ভারতের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। গিলের ঘাড়ে টান ধরায় তাঁকে মাঠ থেকে সরাতে হয়েছে, এবং ভারতের মেডিক্যাল স্টাফরা তাঁর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

Advertisements

ছক্কা হাঁকিয়ে ক্রিকেটের ননন্দকাননে নজিরবিহীন রেকর্ড পন্থের

   

ম্যাচের ৩৫তম ওভারে ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শুভমন। কিন্তু তৃতীয় বলেই ব্যাট করার সময় ঘাড়ে অসুবিধা অনুভব করেন তিনি। ভারতীয় দলের ফিজিয়ো মাঠে নেমে চেষ্টা করেন সমস্যার সমাধান করতে, কিন্তু তাতেও শুভমন স্বাভাবিকভাবে খেলতে পারলেন না। অসুবিধার কারণে তিন বল খেলেই ৪ রান করে তিনি মাঠ ছাড়েন।

ভারতের ফিল্ডিং ক্যাপ্টেনের অনুপস্থিতিতে ঋষভ পন্থকে ব্যাট করতে নামানো হয়। বিসিসিআই দুপুর ১২.৪১ মিনিটে এক বিবৃতিতে জানিয়েছে, “শুভমন গিলের ঘাড় শক্ত হয়ে গিয়েছে। দলের মেডিক্যাল টিম তাঁর পরিস্থিতির উপর নজর রাখছে। আবার মাঠে নামতে পারবে কি না, তা নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার উন্নতির উপর।”

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে খালিদের বিদেশি চমক, সঙ্গে ইস্টবেঙ্গলের ৪

Advertisements

জানা গেছে, ঘাড়ে টানের কারণ হতে পারে মাঠ এবং সাজঘরের তাপমাত্রার পার্থক্য। চিকিৎসকরা তাঁকে কলার পরানো ও আইস প্যাক দেওয়ার ব্যবস্থা করেছেন। বিশেষত খেলার আগে গা ঘামানোর সময়ও শুভমন অস্বস্তি অনুভব করেছিলেন এবং দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে সমস্যা নিয়েই কথা বলেছেন।

ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুভমনকে নিয়ে উদ্বেগের ছায়া দেখা দিয়েছে। ভারতীয় দলের কাছে এখন বড় চ্যালেঞ্জ, তিনি পুনরায় ব্যাট করতে পারবেন কি না, তা নিশ্চিত করা।