ধোনির ২৫০! রিজার্ভ ডে-তে টসে নেমে ফাইনালের শুরুতে বোলিং চেন্নাইয়ের

সোমবার আইপিএলের ফাইনাল খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানস। এছাড়াও নেমেছে মহেন্দ্র সিংহ ধোনি তাঁর ২৫০তম আইপিএল ম্যাচ খেলতে। ধোনির ঠিক নিচেই রয়েছে…

MS-Dhoni

সোমবার আইপিএলের ফাইনাল খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানস। এছাড়াও নেমেছে মহেন্দ্র সিংহ ধোনি তাঁর ২৫০তম আইপিএল ম্যাচ খেলতে। ধোনির ঠিক নিচেই রয়েছে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ঝুলিতে রয়েছে ২৪৩ খানা আইপিএল ম্যাচ।

টসে জিতে বোলিং নেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি বলেন, “বৃষ্টির পূর্বাভাস থাকায় আমরা প্রথমে বোলিং করব। গতকাল আমরা ড্রেসিংরুমেই ছিলাম। একজন ক্রিকেটার হিসেবে আপনি সবসময় খেলতে চাইবেনন। আগেরদেন ভক্তদের সবচেয়ে হেশি অসুবিধা হয়েছিল। আশা করি আজ আমরা তাদের বিনোদন দিতে পারব। পিচ অনেকক্ষণ ধরে কভারে ছিল, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে পিচ এখানে ভালোই আচরণ করেছে। বেশ খুশি যে এটি একটি ২০-ওভারের খেলা হবে। লে টুর্নামেন্টে ন্যায়বিচারই করে। আর একই দল থাকছে।”

Advertisements