Cricket World Cup: নিউজিল্যান্ডের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে খড়কুটোর মতো উড়ে গেল ইংল্যান্ড

England New Zealand

গতবারের বিশ্বকাপ বিজেতা ইংল্যান্ড। আইসিসির সিদ্ধান্তে রানার্স আপ হতে হয়েছিল নিউজিল্যান্ডকে। বিশ্বকাপ ২০২৩ এর (Cricket World Cup 2023) প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। গতবারের রানার্স নিউজিল্যান্ডের সামনে খড়কুটোর মতো উড়ে গেল চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৮২ বল বাকি থাকতে ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের টার্গেট অনায়াসে হাসিল করেছে ব্ল্যাক ক্যাপসরা।

Advertisements

বৃহস্পতিবার নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। উইকেটের চরিত্র বুঝে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নিতে ভুল করেননি অধিনায়ক টম লাথাম। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট থাকে। দিনের শুরুতে পিচে পড়ে বল কিছুটা নড়াচড়া করলেও পরের দিকে এই মাঠের বাইশ গজ হয়ে ওঠে ব্যাটসম্যানদের স্বর্গ। এদিনও সেটা হল।

   

প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ড করেছিল ২৮২ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন জো রুট (৮৬ বলে ৭৭ রান) ও জস বাটলার (৪২ বলে ৪৩ রান)। নিউজিল্যান্ডের হয়ে এদিনের ম্যাচের সবথেকে সফল বোলার ম্যাট হেনরি (৩/৪৮, ১০ ওভার)।

Advertisements

নয় উইকেটে ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। উইল ইয়িং খালি হাতে ফিরলেও বাকি দুই ব্যাটসম্যান করেছেন সেঞ্চুরি। ওপেনার ডেভন কনওয়ে করেছেন ১২১ বলে অপরাজিত ১৫২ রান এবং তিন নম্বরে নামা রচিন রবীন্দ্র করেছেন ৯৬ বলে অপরাজিত ১২৩ রান।